ব্রিটেনে আবার ৬ দেশ লাল তালিকায়, ওসব দেশের সব ফ্লাইট স্থগিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২১, ২:০০:২৬ অপরাহ্ন
লণ্ডন অফিস : দক্ষিণ আফ্রিকা ও বোৎসোয়ানায় করোনার নতুন ধরন পাওয়ায় ব্রিটেন আজ শুক্রবার থেকে আবার ৬ দেশকে লাল তালিকায় রাখছে এবং এই ৬ দেশ থেকে সব ফ্লাইট স্থগিত রাখছে।
ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, নতুন এ ধরন ডেল্টা ধরনের চেয়ে বেশি সংক্রামক। আমরা যে টিকা ব্যবহার করছি, তা দিয়ে এ ধরনের কোভিড-১৯ মোকাবেলা ব্যর্থ হতে পারে। তিনি বলেন, ঐ ধরনটি হংক ও বোৎসোয়ানা ভ্রমণকারীদের মাঝে পাওয়া গেলেও ব্রিটেনে এখনও এ ধরনের করোনা ভাইরাসের সন্ধান মিলেনি। তবে ব্রিটিশ বিজ্ঞানিরা এ ধরনের করোনা নিয়ে খুব চিন্তিত।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা এজেন্সি জানিয়েছে, করোনার এ ধরনকে বলা হচ্ছে- বি.১.১.৫২৯। এর মধ্যে যে স্পাইক প্রোটিন আছে, তা অন্য করোনা ভাইরাসের চেয়ে একেবারেই আলাদা, তাই ভয় বেশি।
মন্ত্রী জানান, সতর্কতা অবলম্বনের জন্যেই আজ থেকে ৬ দেশের সব ফ্লাইট ব্রিটেনে প্রবেশ বন্ধ রাখা হচ্ছে গ্রিন উইচ মিন টাইম ১২টা থেকে। দেশগুলো হলো : দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, লেসোথো, ইসওয়াটিনি, জিম্বাবুয়ে ও বোৎসোয়ানা।
উল্লেখ্য, যেসব দেশ মহামারি করোনার কারণে বিপদজনক অবস্থায় আছে, তার মধ্যে যুক্তরাজ্য রয়েছে। দেশটিতে এ পর্যন্ত এক লক্ষ চুয়াল্লিশ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। সূত্র : আল জাজিরা, আইরিশটাইমস, এনডিটিভি, ডয়চে ভেলে।