লন্ডনে মৌলভীবাজার সরকারি কলেজের ৯২-৯৩ ব্যাচের পুনর্মিলনী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৪, ৯:২২:২৮ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: মৌলভীবাজার সরকারি কলেজের ব্যাচ ১৯৯২-৯৩ এর পুনর্মিলনী ২০২৪ লন্ডনের ওল্ড পার্কোনিয়ানস পেভিলিয়নস ইলফোর্ডে অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা ব্যাচমেট ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে নানা আয়োজন ও আনন্দঘনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় ছিলেন মঈনউদ্দিন শিপু, শফিকুর রহমান, সালাম বকস, আনোয়ার মিয়া, শামীম আহমেদ, ইকবাল হোসেন সাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে শিবলু রহমান ও তপু তরফদার এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন লন্ডনের জনপ্রিয় সংগীত শিল্পী রানা খানঁ, পুনম ঘোষ, হাসান আহমেদ তানিম আহমেদ ও সম্রাট হানিফ।