৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন অব মৌলভীবাজার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২১, ১০:৪৩:১৫ অপরাহ্ন
জেসমিন মনসুর: মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে নিডি মানুষের মাঝে সেহ্রি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কভিড১৯ ও রমজান উপলক্ষে ৫শ’ পরিবারকে ৭ লাখ টাকার এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত রবিবার বাদ জুহর একাটুনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কচুয়া গ্রামের মরহুম মিয়াজান মনসুর হাউসে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ৬ নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান। একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ফয়ছল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাউন্ডার্স ট্রাষ্টি ও কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর.ও দোয়া পরিচালনা করেন কচুয়া জামে মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান।
এছাড়া ও বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ, সমাজসেবক ছালিকুর রহমান টুকু. ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সেলিম রেজা তরফদার. ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, ইউপি মেম্বার মেম্বার মনিরুল ইসলাম ইমন, ইউপি মেম্বার গিয়াস মিয়া. আমেরিকা প্রবাসী শাহ গিয়াস উদ্দিন. লন্ডন প্রবাসী ফয়সল মুরাদ. ফারুক আহমদ. সাংবাদিক গিয়াস আহমদ. যুবসংগঠক শামীম আহমদ. আব্দুল আলিম. নানু মিয়া. তাজুল চৌধুরী. মোহাম্মদ কামাল মনসুর. শাহ সিতার আহমদ. শাহ জামান আহমদ. কুতুব উদ্দিন. মহসিন চৌধুরী. আব্দুল বাকি.শফিকুল রহমান. সুমেল আহমদ. রাজু আহমদ ও শহিদ মিয়া সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বৃটেন থেকে টেলিকনফারেন্সে আজকের মহতি পোগ্রামে।উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাউন্ডার্স ট্রাষ্টি ও কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন মৌলভীবাজার জেলা সদরের ৬ নং একাটুনা ইউনিয়নবাসীর প্রাণের সংগঠন একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৫ বছর যাবত আজবধি প্রবাসীদের অর্থায়নে আর্ত মানবতার সেবায় একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শুধু একাটুনা ইউনিয়নে নয় মৌলভীবাজার জেলাব্যাপী ঘর নির্মাণ, টিভওয়েল প্রদান, অসহায় পরিবার এর ছেলে – মেয়েদের লেখাপড়া ও বিয়েতে সাহায্য করা, ও অসুস্থ রুগীদের চিকিৎসা বাবদ সহযোগিতা করা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা ও ইউনিয়ন ভিত্তিক প্রতিভা মেধা প্রকল্পের মাধ্যমে মেধা যাচাই পরীক্ষার আয়োজন. প্রতিভা যুব সংঘের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান ও করেনা ভাইরাসের নিহতদের দাফন কাফনের কাজে যে সব সংগঠন কাজ করছে তাদেরকে ইতিমধ্যে অনুদান প্রদান সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে।
প্রতিবছরের মতো এবার ও পবিত্র রামাদ্বান ও করোনার সঙ্কটে মৌলভীবাজার জেলার নিডি মানুষের মাঝে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজকের এই মহতি উদ্দ্যোগে আলহামদুলিল্লাহ ১১২ জন দানশীল ব্যাক্তি অর্থ প্রদান করেছেন উনাদের সবার জন্য দোয়ার আহবান জানিয়ে ফাউন্ডেশনের সভাপতি সম্পাদক ট্রেজারার ও বাংলাদেশ টিম সহ দেশে বিদেশে যারা অর্থ প্রদান সহ অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইতিমধ্যে ফাউন্ডেশনের ফাউন্ডার্স ট্রাষ্টি এমকে আহমেদ ফারুক. ফাউন্ডার্স ট্রাষ্টি গোলাম আবু সালেহ সুয়েব.ফাউন্ডার্স ট্রাষ্টি এস এম আলাউদ্দিন আহমেদ. শাহ সিরাজ মিয়া ও আলহাজ্ব মাসুক মিয়া ও ফাউন্ডেশনের উপদেষ্টা যিনি প্রতিটি পোগ্রামে উপস্থিত থাকতেন আমাদের ইউনিয়নের কৃতি সন্তান আনকার আহমদ সহ যারা মৃত্যু বরণ করেছেন। সবার আত্তার মাগফেরাত কামনা ও দেশে বিদেশে যারা অসুস্থ সবার সুস্থতা কামনা সহ সবাই দোয়া করবেন মানবজাতিকে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো করোনা ভাইরাস থেকে রক্ষা করেন। আসুন সবার সহযোগিতার মাধ্যমে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ও একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবায় আর ও বলিষ্ঠ ভৃমিকা রাখতে পারি এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। মানবতার জয় হোক; একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন চিরজীবী হোক বলে অভিমত ব্যাক্ত করেছেন। প্রধান অতিথি একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ভূয়শী প্রশংসা করে একবার প্রজেক্ট বাস্তবায়নে ১১২ জন দানশীল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ সহ ফাউন্ডেশনের আগামীদিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন। প্রতি বছরের ন্যায় এবারকার এই প্রজেক্টে বৃটেন ও আমেরিকা দুবাই থেকে ১১২ জন প্রবাসী সম্মানিত দাতাদের কাছ থেকে এই অর্থ কালেকশন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ জানানো হয়েছে। ২০২১সালের রামাদান প্রজেক্টে যে সব দানশীল ব্যাক্তিবর্গ অর্থ প্রদান করেছেন উনারা হচ্ছেন ; প্রতিষ্ঠাতা ট্রাষ্টি , নুরুল ইসলাম মাহবুব,।প্রতিষ্ঠাতা ট্রাষ্টি আব্দুল লতিফ কয়সর, প্রতিষ্টাতা ট্রাষ্টি সাইফুল জব্বার. প্রতিষ্টাতা ট্রাষ্টি মোহাম্মদ রহিম মিয়া, উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী. উপদেষ্টা আলহাজ্ব৷ গোলাম মোহাম্মদ মোস্তফা.উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী. উপদেষ্টা টিপু সুলতান চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়া, উপদেষ্টা আব্দুল জলিল আসদ্দর মিয়া. উপদেষ্টা শেখ শাহজাহান আহমদ তরফদার, দাতা তজমুল হোসেন.দাতা আলকাস আহমদ. দাতা আহমেদ হাসান আহসান.উপদেষ্টা আব্দুল মোছাব্বির. দাতা কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, দাতা আব্দুল মোয়াইমিন মিয়া, প্রতিষ্ঠাতা ট্রাষ্টি মোহাম্মদ বাদশাহ মিয়া, প্রতিষ্ঠাতা ট্রাষ্টি শেখ আব্দুর রউফ তালুকদার, প্রতিষ্ঠাতা ট্রাষ্টি মরহম গোলাম আবু সালেহ সুয়েব এন্ড ফাম্যালি. প্রতিষ্ঠাতা ট্রাষ্টি মোহাম্মদ বশির খাঁন, উপদেষ্টা আলহাজ্ব বদরুজ্জামান বদরুল. উপদেষ্টা আলহাজ্ব শাহ আলাউর রাহমান আলা, দাতা কবি কাজল রশিদ, .মরহুম আলহাজ্ব মাসুক মিয়া এন্ড, ফ্যামিলির পক্ষে লুমা বেগম. দাতা শেখ মোহাম্মদ সালামত মেম্বার. দাতা মোসাব্বির করিম সাব্বির, প্রতিষ্ঠাতা ট্রাষ্টি মরহুম এম কে আহমেদ ফারুক এন্ড ফ্যামিলির পক্ষে এনাম আহমদ. প্রতিষ্ঠাতা ট্রাষ্টি শেখ সুমন তরফদার, প্রতিষ্ঠাতা ট্রাষ্টি আব্দুল কাদির আবুল. প্রতিষ্ঠাতা ট্রাষ্টি বাপু মিয়া, দাতা বিনা মিয়া..মরহুম হাজী আব্দুল ওয়াহিদ চুট মিয়া. মরহুম হাজী সুজন মিয়া. দাতা মিনা মিয়া, দাতা শামীম আহমদ. দাতা কাউন্সিলার জুৎসনা ইসলাম, দাতা হেলেন ইসলাম.দাতা সানজিদা ইসলাম, দাতা নুরুল আলম চুনু, দাতা এম এম আসরাফ মিরাশদার, দাতা আবু সহিদ.প্রতিষ্ঠাতা ট্রাষ্টি লূৎফা বেগম.প্রতিষ্ঠাতা ট্রাষ্টি মিনারা বেগম.দাতা নিলুফা খানম, দাতা রানু বেগম, দাতা রুসনা বেগম. দাতা নিহার বেগম. দাতা শিরিন সুলতানা, দাতা মোহাম্মদ মোকাদ্দিম..দাতা খেলন বেগম, দাতা এবি রুনেল. দাতা নিয়াজ আহমদ মিরাশদার লিটন, দাতা মোহাম্মদ তাজ কামাল. দাতা আব্দুল কাদির, দাতা আবু লেইস মনা. দাতা বদরুল আহমদ মিফতা, দাতা সাজ্জাদুর রহমান. দাতা রেজাউল করিম লাভলু, দাতা শাহ জালাল উদ্দিন. দাতা আলহাজ্ব শাহদত রব্বানী. দাতা মোহাম্মদ জলাল মিয়া. দাতা মোহাম্মদ ফয়সল ইসলাম, দাতা হেলাল তরফদার.দাতা জয়নাল আহমদ, দাতা মোহাম্মদ ময়নু চৌধুরী. দাতা শামীম আহমদ, দাতা আলহাজ্ব আব্দুল মান্নাফ. দাতা মুহিবুর রহমান মুহিব, দাতা মরহুম মোহাম্মদ শাহ সিরাজ মিয়া এন্ড ফ্যামিলির পক্ষে আংগুর আমিন শাহ. দাতা আব্দুর রকিব. দাতা মামুন আহমদ.দাতা আবু সুফিয়ান.দাতা মোহাম্মদ লুবান মিয়া, দাতা মোহাম্মদ মাহমুদ মিয়া.দাতা আফতাব উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে আফজল ইউসুফ.দাতা আলহাজ্ব লেবু মিয়া.দাতা রুবী বেগম লিলি. দাতা রুলী বেগম.দাতা আব্দুল করিম শামসুল.দাতা নাজমুল আহমদ. দাতা জেনি রহমান, দাতা আলহাজ্ব ফরুক মিয়া.দাতা সাদিকুর রহমান, দাতা সায়ফুল আহমদ সুজা, দাতা আব্দুল আজিজ মৌজ, দাতা হুমায়ুন কবির. দাতা মরহুমা হালিমা খাতুন এর পক্ষে আমজদ সানি. দাতা খায়রুল মালিক সিপার.দাতা ফারহানা রহমান, দাতা ফারজানা রহমান, দাতা কামরুল ইসলাম রাসেল.দাতা শাহ সুয়েল উদ্দিন, দাতা ফয়সল মুরাদ সাজ্জাদ.দাতা শেখ ইব্রাহিম তালুকদার, দাতা শাহ আজির উদ্দিন. দাতা মাসকুর রহমান সাচ্চু. দাতা আব্দুল কাদির.দাতা জয়নাল আবেদিন লেখন, দাতা মরহুম হাজী ফখর উদ্দিন এন্ড ফ্যামিলির পক্ষে কলি বেগম.দাতা মরহুম হাজী সুরুক মিয়া এন্ড ফ্যামিলির পক্ষে সেলিম মিয়া. দাতা মিজানুর রহমান. দাতা আবু রুফিয়ান বাবলু. দাতা আবু সহিদ সাবলু. দাতা রুহুল আলম. দাতা শেখ নুরুল সলমান. দাতা লূতফুর রহমান বখতিয়ার, দাতা শরিফ আলম.দাতা বদরুল ইসলাম. দাতা সৈয়দ জুয়েল রহমান. দাতা শেখ মজনু মিয়া.দাতা কচুয়া এম এম পি ওয়েলফেয়ার ট্রাষ্ট এর পক্ষে মকিস মনসুর এন্ড ব্রাদার্স।
এখানে উল্লেখ্য, ইউনিয়নবাসীর প্রাণের সংগঠন একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ১৯৯৫ সাল থেকে আজবধি শুধু একাটুনা ইউনিয়নে নয় মৌলভীবাজার জেলাব্যাপী ঘর নিমান, টিভওয়েল প্রদান, অসহায় পরিবারবর্গের ছেলে – মেয়েদের লেখাপড়া ও বিয়েতে সাহায্য করা, ও নিডি পরিবারবর্গকে চিকিৎসা বাবদ সহযোগিতা করা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা ও ইউনিয়ন ভিত্তিক প্রতিভা মেধা প্রকল্পের মাধ্যমে মেধা যাচাই পরীক্ষার আয়োজন ও পুরস্কার বিতরণ. প্রতিভা যুব সংঘের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান ও করেনা ভাইরাসের নিহতদের দাফন কাফনের কাজে যে সব সংগঠন কাজ করছে তাদেরকে ইতিমধ্যে অনুদান প্রদান সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে।