প্রভাষক আব্দুল মালিক মানিকের মৃত্যুতে শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৪, ৯:৫৩:১৯ অপরাহ্ন
বিশ্বনাথ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রভাষক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সন্মানিত ট্রাষ্টি, বিশ্বনাথের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট এম.সি কলেজ ও রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন কৃতি ছাত্র আব্দুল মালিক মানিক ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফরিদ আহমদ শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সবার কাছে মরহুমের জন্য দোয়া চেয়েছেন।
শোকবার্তায় তিনি জানান, ‘‘আব্দুল মালিক ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও শান্ত স্বভাবের মানুষ। হাসি মুখে সবার সাথে কথা বলতেন। এম.সি কলেজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-বিশ্বনাথ-ইংল্যান্ড এই বিচিত্র জীবন পরিক্রমায় তিনি সর্বদাই ছিলেন শান্ত ও হাসিমাখা মুখ। তার অকাল মৃত্যুর সংবাদ শোনার পর আত্মীয়-পরিজন ভীষণ বেদনাহত হয়েছেন, বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন।’’—বিজ্ঞপ্তি