২৮ এপ্রিল থেকে শাবি বন্ধ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২১, ১২:২০:১০ অপরাহ্ন
সংবাদদাতা: গ্রীষ্মকালীন অবকাশ, মে দিবস, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার ২৮ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২২১ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ মে থেকে পুনরায় সকল বিভাগ ও দাপ্তরিক কার্যক্রম খোলা থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে উল্লেখিত ১৯ ও ২০ মে এর ছুটি বাতিল বলে গণ্য হবে।