ওসমানীনগরে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ১২:০০:১৮ অপরাহ্ন
খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, উপজেলা শাখার সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জয়নাল আবেদীন, সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ শায়েখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা সালেহ আহমদ, নির্বাহী সদস্য মাওলানা সাজিদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন হাফিজ মিসবাহ উদ্দিন, মাওলানা আবু মুসা সহ বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকবৃন্দ।—বিজ্ঞপ্তি