ওসমানী নগরে গণ অধিকার পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ১১:০২:২৩ অপরাহ্ন
সিলেট জেলার ওসমানী নগর উপজেলায় গণ অধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গত ২৯ নভেম্বর একটি কর্মী সম্মেলন ও আলোচনা সভা তাজপুর বাজারের সাহিদ উল্লাহ মার্কেটে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ, সিলেট জেলার আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি নাজম উস সাকিব। বিশেষ অথিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন, লন্ডন থেকে আগত ইমিগ্রেশন বিশেষজ্ঞ জাহিদুর রহমান এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রস্তুতি নিয়ে বক্তারা আলোচনা করেন। নেতৃবৃন্দ আগামী নির্বাচনে সিলেট-২ আসন থেকে সংসদ নির্বাচনে লন্ডন প্রবাসী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি জামান সিদ্দিকীকে আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ প্রদান করেছেন।—বিজ্ঞপ্তি