বিশ্বনাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব সরকারের মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৪, ১১:১৬:৪৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নবাসীর সাথে আসন্ন ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে’ তৃণমূল মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, এলাকাবাসীর সর্ব সম্মতিক্রমে আব্দুর রব’কে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আরো পড়ুন ➡️
বিশ্বনাথে পিএফজির ফলোআপ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন
লজ্জাতুন্নেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলানা আবুল বশর মোঃ ফারুকের সভাপতিত্বে ও সাবেক মেম্বার শহিদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সমাজসেবক শওকত আলী, আফতাব আলী, দিলওয়ার হুসেন, মাসুক মিয়া, তৈয়বুর রহমান, আফতাব আলী, সিরাজ উদ্দিন, ইছবর আলী, রফিক আলী, মনোহর আলী, ফয়েজ চৌধুরী, নূরজ্জামান, কছির আলম, সমছু মিয়া, কদ্দুছ আলী, আবু শহিদ, নূর মিয়া, আমির আলী, সংগঠক সৈয়দুর রহমান সৈয়দ, নূর আলী, জামাল উদ্দিন, আব্দুর রহিম, আনোয়ার আলী, জালাল উদ্দিন, ফয়সল আহমেদ, নোমান আহমেদ, সেবুল মিয়া, তেরাব আলী, সালেহ আহমেদ, রফিক আহমেদ, জাকির হুসেন, আজাদ আহমেদ, সালমান আহমেদ, রহিম আলী, গুলজার আমিন, রবিন প্রমুখ নেতৃবৃন্দ।