জাসদ সভাপতি হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৫:৫০ অপরাহ্ন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র-র সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নূরে আলম ঝিকু, সর্ব ইউরোপিয়ান ইউনিয়ন জাসদের আহ্বায়ক মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও যুক্তরাজ্য জাসদের কার্যকরি সভাপতি মুজিবুর হক মনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এক যৌথ বিবৃতিতে বলেন, বাঙালি জাতিসত্বার অগ্নিঝরা স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নব্বইয়ের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী, মেহেনতি মানুষের কন্ঠস্বর জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ারকার্স পার্টির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ রাশেদ খান মেননসহ জাতীয় নেতৃবৃন্দদের অন্তভর্তিকালীন সরকার কর্তৃক ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারের আটক রেখে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের (যে ট্রাইব্যুনালে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ বিরোধী কলঙ্কিত অপরাধীদের বিচার করা হয়েছিল) নামে প্রহসনের নাটক মঞ্চস্থে লিপ্ত হয়েছে, যা সমগ্র জাতিকে হতবাক ও সংক্ষুব্ধ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর মুক্তিযুদ্ধের অগ্রবর্তী সেনানি ও কীর্তিমান এই জাতীয় নেতৃবৃন্দের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রহসনমুলক মিথ্য মামলায় জড়িয়ে বিচারের প্রেক্ষিতে এটাই স্পষ্ট প্রতীয়মান হয় যে অন্তবর্তিকালীন সরকার তৎকালীন যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে; যা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধের চরম অবমাননা ও চরম দৃষ্টতা বৈকি! যা জনগন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে! জবরদখলকারি এই সরকার এবং একাত্তরের পরাজিত শক্তির চক্রান্তে দেশ আজ বিভাজন ও গৃহযুদ্ধের ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি! অতএব, দেশ ও দেশের জনগনকে এমনিতর বিপন্ন ভয়ংকর শাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উদ্ধারের লক্ষ্যে সাম্প্রদায়িক অপশক্তি ও তথাকথিত অন্তভর্তিকালীন সরকারকে পরাজিত করে জাসদ সভাপতি কমরেড হাসানুল হক ইনু, ওয়ারকার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান সহ সকল রাজবন্দীর মুক্ত করে মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ইতিহাস- ঐতিহ্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের আর্ত সামাজিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার পূন:প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে দেশ ও বিদেশের সকল বাংলাদেশীদের ঐক্যবদ্ধভাবে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার উদ্বাত্ত আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বাঙালির আবহমান কালের সংস্কৃতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে কাল
বিলম্ব না করে দ্রুত লাল বদর কিশোর গ্যংদের নিবৃত্ত করার কার্যকর উদ্যোগ নিয়ে রাজনৈতিক দল
গুলোর উপর রাস্ট্র পরিচালনা করার দায়িত্ব অর্পণ করতে নির্বাচন আয়োজনে ব্যবস্থা নিতে আহ্বান
জানানো হয়।—বিজ্ঞপ্তি