বরুড়া উপজেলা কল্যাণ সমিতি: সিলেটের পৃষ্ঠপোষক সদস্য দিলওয়ার হোসেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৪, ৭:৫১:৫৮ অপরাহ্ন
কুমিল্লা জেলার বরুড়া উপজেলা কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে গত বুধবার ১৩ মার্চ নগরের ক্রিস্টাল রোজ হোটেলে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম মোল্লা পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ কবির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচার ট্রাস্টের ইউকের সভাপতি মোঃ দিলওয়ার হোসেন। অনুষ্ঠানে মোঃ দিলওয়ার হোসেনকে সমিতির পৃষ্ঠপোষক মন্ডলি সদস্য হওয়ায় ক্রেস্ট প্রদান করা হয়।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতি এর সাধারণ সম্পাদক কৃষিবিদ অধ্যাপক ড. সাজেদুল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর ড. শাহ জাহান মজুমদার এবং মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ শাহ আলম।—বিজ্ঞপ্তি