সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে বিশ্বব্যাপী ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সিরিজের উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ১০:২৬:৩৭ অপরাহ্ন
সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে বিশ্বব্যাপী “ব্রান্ডিং বাংলাদেশ“ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ১০ মার্চ ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে কনফারেন্স সিরিজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড: মশিউর রহমান । এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সম্মানিত অতিথি ছিলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন এমপি ও লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পীকার রাজিব আহমদ। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কনফারেন্স উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী উপস্থাপন করেন সেন্টারের রিসোর্স পার্সন সাবেক এয়ার চিপ মাশার্ল মশিহুজ্জামান সেরনিয়াবত ও বিভিন্ন খাতে এওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষণা করেন সাবেক ব্যাংকার ইশ্তিয়াক আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা দেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের ভূমিকা পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া দেশে প্রবাসীদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০২৩ সালে সবোর্চ্চ রেমিটেন্স সংগ্রহের জন্য দেশের ১০টি সেরা ব্যাংককে ”টপ টেন ব্যাংক রেমিটেন্স এওয়ার্ড ২০২৪” ও বিশ্বব্যাপী বিভিন্ন দেশে আয়োজিত ব্রান্ডিং কনফারেন্স এ অবদান রাখার জন্য ৩টি প্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তিকে ”ব্রান্ডিং এওয়ার্ড ২০২৪” প্রদান করা হয়। রেমিটেন্স খাতে ১ম স্থান অর্জন করে গোল্ড এওয়ার্ড লাভ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিশ্বব্যাপী বিভিন্ন ব্রান্ডিং কার্যক্রমে অবদান রাখার জন্য সবোর্চ্চ ”ব্রান্ডিং গোল্ড এওয়ার্ড ২০২৪” লাভ করে ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংকের এমডি একেএম শিরিন, ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মাওলা সাবেক ব্যাংকার ইশতিয়াক চৌধুরী ও সাবেক লায়ন্স গভর্ণর শাহেনা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ মশিউর রহমান বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে। তাছাড়া সমস্যা সরকারের নজরে আনলে তা সমাধানের চেষ্টা করবে সরকার।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে বিশেষ সেল গঠন করা হবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন বলেন, প্রবাসীদের হয়রানী কমলেও একেবারে নির্মূল হয়নি।—বিজ্ঞপ্তি