মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল স্বদেশে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৩:৫২ অপরাহ্ন
যুক্তরাজ্যের বিশিষ্ট মিডিয়া বাক্তিত্ব, স্পেকট্রাম বাংলা রেডিও ও অন লাইন টিভির মানেজিং ডিরেক্টর মিছবাহ জামাল পবিত্র ওমরা পালন শেষে ১১ ফেব্রুয়ারী রোববার সৌদি আরব থেকে ঢাকা হয়ে সিলেটে পৌঁছেছেন।
এবারের সংক্ষিপ্ত সফরে তিনি নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সাথে বিশেষ মত বিনিময়ে মিলিত হবেন বলে আশা প্রকাশ করেছেন। কারণ দীর্ঘ ১৮ বছর একটানা ইউকে কমিটির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালনের পর নতুন ইউকে কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর সংক্রান্ত আলোচনা ও অন্যান্য জরুরি বিষয় আলোচনা করবেন। এছাড়াও তার পৈতৃক বাড়ি গোলাপগঞ্জের বাঘায় মিছবাহ ফাউন্ডেশন ইউকে কর্তৃক আয়োজিত বিশেষ কিছু কর্মসূচীও থাকবে।
বিশিষ্ট সংগীতশিল্পী মোহাম্মদ রফিকুল আলম, আবিদা সুলতানার হাতে কবি আব্দুল মুকিত মুখতার কর্তৃক গ্রন্থিত ‘একজন মিছবাহ জামাল ও তার মিডিয়া জীবন’র উপর বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত গ্রন্থখানি তুলে দিচ্ছেন মিছবাহ স্বয়ং। সাথে বিশিষ্ট সংগীতশিল্পী বৃদ্ধাশ্রম ফিল্মের নায়ক প্রযোজক এস ডি রুবেল, সাড়া জাগানো সংগীত শিল্পী আতিক হাসান, তানজিনা রুমা ও জাহাঙ্গীর সাঈদ সহ অনেককে দেখা যাচ্ছে।
তাছাড়া ঢাকায় একুশে বই মেলায় অংশগ্রহণ ও বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট বাক্তিত্ব সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে লন্ডনে তার মিডিয়া হাউজের ৩০ বছর পূতির বিশেষ কর্মসূচি নিয়েও মত বিনিময় করবেন।
সিলেটে মিছবাহ জামাল তার বাসভবন কুয়ারপারে অবস্থান করবেন।
রোববার ঢাকাতে অবস্থানকালে বাংলাদেশের সংগীত জগতের কিছু তারকা শিল্পীদের সাথে এক সৌজন্য সাক্ষাত ও নৈশভোজে অংশ নেন।—বিজ্ঞপ্তি