বাংলাদেশ সেন্টার লন্ডন’র নবনির্বাচিত ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৩:৩৮:৩২ অপরাহ্ন
ম্যানেজমেন্ট কমিটির বিভিন্ন পদ বন্টন ও নির্বাহী কমিটিসহ সেন্টারের কার্যক্রম পরিচালনার জন্য ১২ টি উপ কমিটি গঠন
লন্ডন অফিস: বাংলাদেশ সেন্টার লন্ডন’র নবনির্বাচিত ম্যানেজমেন্ট কমিটির সভা মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সেন্টারের নিজস্ব ভবন ২৪ প্রেমব্রীজ গার্ডেনে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তফজ্জুল মিয়া।
সভায় উপস্হিত ছিলেন মিস গুলনাহার খান, মোঃ মামুন রশীদ, শিব্বীর আহমদ, মাহবুব আহমদ রাজু, মোঃ সাদ চৌধুরী, আলী আহমেদ বেবুল, সাহেদ আহমদ,জাহিদুর রহমান, আমিনুল হক জিলু, আব্দুল হান্নান, মোঃ ময়নুল হক, মোহাম্মদ সোহেল, এনায়েত খান,ফখরুল আম্বিয়া,আনোয়ার আলী ও শামীম আহমেদ। সভায় ম্যানেজমেন্ট কমিটির নির্বাচিত সদস্যদের মধ্যে বিভিন্ন পদ বন্টন করা হয়। নতুন কর্মকর্তারা হলেন চেয়ারম্যান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার সাইদা মুনা তাসনীম (পদাধিকার বলে), ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া, মিস গুলনাহার খান, মোঃ মামুন রশীদ, আনোয়ার আলী, এনায়েত খান, জাহিদুর রহমান ও সাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, আলী আহমেদ বেবুল ও আমিনুল হক জিলু, চীফ ট্রেজারার শিব্বীর আহমদ, যুগ্ম ট্রেজারার মোঃ সাদ চৌধুরী ও মোহাম্মদ সোহেল।
৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সদস্যরা হলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার সাইদা মুনা তাসনীম ,তফজ্জুল মিয়া, মিস গুলনাহার খান, মোঃ মামুন রশীদ, মোঃ দেলোয়ার হোসেন, মাহবুব আহমদ রাজু ও শিব্বীর আহমদ।
আরো দেখুন ➡️ বৃটেনে বাংলাদেশী কমিউনিটির সর্বোচ্চ স্বেচ্ছাসেবী হিসাবে স্বীকৃতি পেলেন আবুতাহের চৌধুরী
এছাড়া সভায় সেন্টারের কার্যক্রম পরিচালনার জন্য ১২ টি উপ কমিটি গঠন করা হয়। বিল্ডিং এডমিনিস্ট্রেশন উপ কমিটির আহবায়ক মাহবুব আহমদ রাজু, যুগ্ম আহবায়ক তফজ্জুল মিয়া, মামুন রশীদ, শিব্বীর আহমদ। মেম্বারশীপ উপ কমিটির আহবায়ক শামীম আহমদ, যুগ্ম আহবায়ক মোস্তফা মিয়া ও তফজ্জুল মিয়া। শিক্ষা উপ কমিটির আহবায়ক অধ্যাপক একে শাহিদুর রহমান, যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান ও এনায়েত খান। মিডিয়া এন্ড পাবলিকেশন উপ কমিটির আহবায়ক আলী আহমেদ বেবুল, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ ছোটন ও মাহবুব আহমদ রাজু। ফাইনান্স এন্ড ফান্ড রাইজিং উপ কমিটির আহবায়ক মোহাম্মদ ময়নুল হক , যুগ্ম আহবায়ক শিব্বীর আহমদ ও মোহাম্মদ ফাইজুল হক। সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক ফখরুল আম্বিয়া, যুগ্ম আহবায়ক একেএম আব্দুল্লাহ, সাদ চৌধুরী ও আব্দুল হান্নান। যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক মাহবুব আহমদ রাজু ও মোহাম্মদ ময়নুল হক।
আরো দেখুন ➡️ সিলেট-৫: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
হেলথ কেয়ার এন্ড এল্ডারলি উপ কমিটির আহবায়ক মামুন রশীদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইসবাহ উদ্দিন ও কবির উদ্দিন। আইসিটি উপ কমিটির আহবায়ক শামীম আহমদ (স্হায়ী সদস্য), যুগ্ম আহবায়ক ফখরুল আম্বিয়া ও আলী আহমেদ বেবুল। হেরিটেজ উপ কমিটির আহবায়ক জাহাঙ্গীর খান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মনোজ্জির আলী ও আনোয়ার আলী। মহিলা বিষয়ক উপ কমিটির আহবায়ক মিস গুলনাহার খান, যুগ্ম আহবায়ক নাসিম আহমদ। ইনফরমেশন এন্ড এডভাইস উপ কমিটির আহবায়ক আব্দুল হাফিজ ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাদ চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।
এছাড়া সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. এ মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
আগামী ১৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ সেন্টারের ভবনে মহান বিজয় দিবস উদযাপনের সিন্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য বাংলাদেশ সেন্টার লন্ডন’র ৩৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা হচ্ছেন মোহাম্মদ মোস্তফা মিয়া, কবির উদ্দিন, আলহাজ মনজ্জির আলী, মোহাম্মদ মুহিবুর রহমান মুহিব, একেএম আব্দুল্লাহ, জবরুল ইসলাম, নাসিম আহমেদ, আব্দুল হাফিজ, এ কে শহিদুর রহমান, মোহাম্মদ ফয়জুল হক, হাবিবুর রহমান, দুলাল উদ্দিন রায়হান, জাহাঙ্গির খান, মোহাম্মদ ইসবাহ উদ্দিন, আব্দুল কালাম আজাদ ছুটন, মোহাম্মদ শামীম আহমদ,তফজ্জুল মিয়া, গুলনাহার খান, মামুন রশীদ, দেলোয়ার হোসেন, মাহবুব আহমেদ, আলী আহমেদ বেবুল, শাহেদ আহমেদ, এনায়েত খান, জাহিদুর রহমান, শিব্বির আহমেদ, আমিনুল হক জিলু, আব্দুল হান্নান, আনোয়ার আলী,মোঃ ময়নুল হক, মোঃ সাদ চৌধুরী, মোহাম্মদ সুহেল, ফখরুল আম্বিয়া ও শামীম আহমেদ।
উল্লেখ্য ২৬ নভেম্বর পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে বাংলাদেশ সেন্টারের দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিলো বাংলাদেশ সেন্টারের প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে মাত্র এক ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয় রেড এলায়েন্স। বাংলাদেশ সেন্টারের ‘কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটির’ মোট ৩৫টি পদের মধ্যে ১৮ টিতে জিতেছে রেড এলায়েন্সের প্রার্থীরা। আর প্রতিদ্বন্দ্বী গ্রিন এলায়েন্সের প্রার্থীরা জিতেছে ১৭টি পদে।