বৃটেনে বাংলাদেশী কমিউনিটির সর্বোচ্চ স্বেচ্ছাসেবী হিসাবে স্বীকৃতি পেলেন আবুতাহের চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৪:২৮:৪৫ অপরাহ্ন
লন্ডন অফিস: বৃটেনে বসবাসরত ৬ লাখ বাংলাদেশীর মধ্যে সর্বোচ্চ ভলান্টিয়ার তথা স্বেচ্ছাসেবক হিসাবে স্বীকৃতি পেলেন বিশিষ্ট সমাজসেবী, কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী।
বিশিষ্ট লেখক ও গবেষক ডঃ মোহাম্মদ আবুল লেইস রচিত একাডেমিক গবেষণামূলক ‘ ১০১ জন বৃটিশ বাংলাদেশীর ভলান্টারি কাজের স্বীকৃ্তি ‘ মূলক গ্রন্থে এ স্থান দেওয়া হয়।
জানা যায়, দীর্ঘ তিন বছর ১৪৯ জন গবেষণা সহকারীর মাধ্যমে একাডেমিক গবেষণা চালিয়ে বৃটেনে বাংলাদেশী কমিউনিটির প্রায় ৬ লাখ লোকের মধ্যে ১০১ জনকে ভলান্টারী কাজের স্বীকৃতি দিয়ে ইংরেজী ভাষায় একটি বই প্রকাশ করেন ড: মোহাম্মদ আবুল লেইস। তিনি পাই চার্টের মাধ্যমে ও সমাজ কর্মের বিভিন্ন দিক উল্লেখ করে বইটি রচনা করেন। বইটি প্রকাশ করে আমাজান প্রকাশনী সংস্থা ।
আরো দেখুন ➡️ ইস্টহ্যান্ডস চ্যারিটির ১ম কর্মশালা সম্পন্ন
গত ১২ নভেম্বর উক্ত গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠান হয় লণ্ডন এন্টার প্রাইজ একাডেমীতে। এই অনুষ্ঠানের সারা বৃটেন থেকে খ্যাতনামা স্বেচ্ছাসেবীগণ, কমিউনিটি নেতৃবন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন।
এই অনুষ্ঠানে কে এম আবুতাহের চৌধুরীকে সর্বশ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী হিসাবে আলাদা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।