বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের নতুন কমিটি ঘোষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৭:১৭:৫১ অপরাহ্ন
সভাপতি ময়নুল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অপু
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত প্রবাসী বিশ্বনাথবাসীদের নিয়ে গঠিত ‘বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির নতুন সভাপতি হলেন ময়নুল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অপু।
শনিবার ২১ অক্টোবর দুপুরে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান এর নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার শেখ আওলাদ আলী ও সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান ও মোশাহিদ আলীর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় টানা তৃতীয় বারের মত ময়নুল হক সভাপতি এবং ক, ম, নজরুল ইসলাম অপু সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান ২০২৩-২০২৫ সালের নতুন কার্যকরী কমিটি হয়।
আরো পড়ুন ➡️ মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল
পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন, সভাপতি ময়নুল হক, সহ সভাপতি এন ইসলাম শামীম, লিটন এম জি শাহরিয়ার, আব্দুল কাদির রানা, শেখ ঈসমাইল আলী দরাজ, মোঃ ছালিক মিয়া। সাধারণ সম্পাদক ক ম নজরুল ইসলাম অপু, সহ সাধারণ সম্পাদক শাহ সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছুরাব আলী, কোষাধ্যক্ষ শামসুর রহমান, সহ কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ খান, ক্রীড়া সম্পাদক শায়েস্তা মিয়া, ধর্ম সম্পাদক, মাওলানা আব্দুর রকিব, মহিলা সম্পাদিকা রত্না বেগম, সহ মহিলা সম্পাদিকা লিপি বেগম, কার্যনির্বাহী সদস্য মুজিব আহমদ মনির, সোহেল মিয়া, গৌরাঙ্গ দেব।
পরিশেষে উপদেষ্টা সদস্য জনাব আজাদ হোসেনের দোয়ার মাধ্যমে সভায় সমাপ্তি হয়।




