মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ১২:৩০:৩১ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ভিয়ের ইভেন্টের সার্বিক সহযোগিতায় মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল।
বুধবার (১৮ অক্টোবর ) রাতে ওয়ারেন সিটির আড্ডা রেষ্টুরেন্টে আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়ভিয়ের ইভেন্টের সার্বিক সহযোগিতায় মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশী মিউজিক ফ্যাস্টিভ্যালের বিস্তারিত তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আয়োজকরা জানান, আগামী ২৭ অক্টোবর শুক্রবার ওয়ারেন সিটির ওয়ারেন কমিউনিটি সেন্টারে বাংলাদেশি মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।এতে জনপ্রিয় শিল্পী তাহসান, বাংলাদেশের জনপ্রিয় ব্ল্যাক ব্যান্ড, ব্যান্ড দল শুন্য, মোজা, গাগা এন্টারটেইনমেন্ট, ইক্কি গা, তানভি, আরমান এবং স্থানীয় ব্যান্ড দল টেন এন্ড হাফ মাইল সহ জনপ্রিয় শিল্পীরা একই মঞ্চে গান পরিবেশন করবেন। মিউজিক্যাল ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার হিসেবে আছেন আরটিভি।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ওয়ারেন কমিউনিটি সেন্টারে ৫৫০টি আসন রয়েছে এবং টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৫০ ডলার। যারা এখনো টিকেট কিনেননি, তারা চাইলে টিকেট কিনতে পারবেন। টিকেট সংগ্রহের প্রাপ্তি স্থান- হ্যামট্রাম্যাক সিটির স্বপ্ন সুপারমার্কেট, ওয়ারন সিটির আড্ডা রেষ্টুরেন্ট, আল শাহি প্যালেস এবং তাসনিম ফ্যাশনে। এছাড়াও আয়োজকদের সাথে সরাসরি যোগাযোগ করেও টিকেট সংগ্রহ করা যাবে।
আরো দেখুন ➡️ মিশিগানে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ সংবর্ধিত
বাংলাদেশি কমিউনিটি মিশিগানের আয়োজনে মিউজিক ফ্যাস্টিভ্যালটির সার্বিক সহযোগিতায় আছে ভিয়ের ইভেন্ট। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এসএনএস হোম লোনের কর্ণধার নাসির সবুজ, ভিয়ের ইভেন্টের ফায়রুজ রহমান, মোহাম্মদ মইনউদ্দিন, রোম্মান স্বাগত, রশি মীর, লোবনা রহমান, প্রোগ্রাম হোস্ট শারমিন তানিম। এছাড়া উপস্থিত ছিলেন মুন্নি রহমান ও কার্নিজ ফারিহা।
বাংলাদেশি মিউজিক ফ্যাস্টিভ্যালটি সম্পন্ন করতে যারা স্পন্সর করছেন, একক টাইটেল স্পন্সর এসএনএস হোম লোন, আর টু এম রিয়েলিটি, বেঙ্গল অটো সেলস, রিয়েলেটর রোম্মান স্বাগত, আড্ডা রেষ্টুরেন্ট, আমেরিকান রিয়েলেটরস, বেঙ্গল এন্টারপ্রাইজ, ভায়োলেটস, পেটুকস কিচেন,স্পৃহা এবং রভি পাওয়ার।


