প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য যুবলীগের ফুলেল শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৮:৪৫:৪৩ অপরাহ্ন
আব্দুল হামিদ নাছার, লন্ডন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁন।
গত ২ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের জনসভাস্থলে তারা এ শুভেচ্ছা জানান। যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং সালাম জানান তারা।
এসময় তারা প্রধানমন্ত্রীর সময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন এবং প্রিয় নেত্রীর উত্তরোত্তর সাফল্য দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু জানান,তাদের সাথে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক তৎপরতার খোঁজ নেন এবং যুক্তরাজ্য যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এমপি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভপতি বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরিফ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে গত শনিবার সকাল ১১টা ৭ মিনিটে (স্থানীয় সময়) ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান।
১৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং নিউইয়র্কে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।