বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী বিষয়ক সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৯:০৯:৫২ অপরাহ্ন
বাউসী কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনীর লক্ষ্যে ১০ জুলাই সোমবার ইস্ট লন্ডনের আল-হামরা রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির প্রথম ব্যাচের ছাত্র মোঃ আনা মিয়ার সভাপতিত্বে এবং প্রভাষক এম তানবীর আহমদ ও মাহফুজুর রহমান রিপনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুকিত মাস্টার, আব্দুল হান্নান, মোদাব্বির হোসাইন মধু , আব্দুস শহীদ হারুন, আনর মিয়া শাহজাহান, সামসুল ইসলাম, আঙ্গুর মিয়া, নুরুল ইসলাম তুরন, মুহিত মিয়া সুফিয়ান, সরফরাজ খান চপল, জামাল উদ্দিন, এমদাদুল হক সিকদার, আব্দুল কাইয়ুম, আব্দুল হাসিম, আব্দুল মুমিন টিপু, সালেহ আহমদ, মুহিবুল ইসলাম, শামীম আহমদ, আতিকুর রহমান, সোহেব আহমদ, নিজাম উদ্দিন, নাজমুল ইসলাম, ইকবাল খান, আব্দুস সামাদ আজাদ, তারেক আহম্মেদ, ফখরুল ইসলাম, মোস্তাক মিয়া, এনামুল হক, আতাউর রহমান, আহমেদ খান, মাহবুবুর রহমান, উজ্জ্বল মিয়া, সুমন মিয়া, জাকির হোসেন, মামুনুর রশিদ, ইব্রাহিম লতিব মোস্তফা, সাইফুর রহমান সাইফ, রশিদ আহমদ, মিজানুর রহমান, নুরুল আলম সহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন ছাত্রবৃন্দ। পুনর্মিলনী সফল করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে অঙ্গীকার করেন। উপস্থিত সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কয়েকটি এবং উপকমিটি গঠন করা হয়। -বিজ্ঞপ্তি