ইফতেখার চৌধুরীর মৃত্যুতে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৩, ১০:৫২:১২ অপরাহ্ন
লিমন ইসলাম: প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের প্রেসিডেন্ট হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, এবং প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের চ্যারিটি কোঅর্ডিনেটর সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক যুক্ত বিবৃতিতে বৃটেনের বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী ইফতেখার হোসেইন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মহান আল্লাহু রাব্বুল আলামিন যেন তাকে জান্নতবাসী করেন এই দোয়া করার জন্য কমিউনিটির সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
এদিকে শোকবার্তায় ইউকে বিডি টিভি চেয়ারম্যান ও দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ইফতেখার চৌধুরী উরফে ফখরু চৌধুরী ছিলেন সুনামগন্জের ঐতিহ্যবাহী দূর্গাপাশা চৌধুরী বাড়ির সন্তান।
তিনি দক্ষিণ সুনামগন্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়া ও বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশনের উপদেষ্টা, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিয়নের সাবেক সহ সভাপতি ও ইজলিংটন বাংলাদেশ ওয়েলফেয়ারএসোসিয়েশনের সাথে দীর্ঘকাল জড়িত ছিলেন।
একজন সদালাপী, মিষ্টভাষী ও গুণী ব্যক্তি হিসাবে সমাজে ছিল ব্যাপক পরিচিতি, তার মৃত্যুতে আমাদের কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে।