নাজিরবাজার ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ১:৪৯:৪৯ অপরাহ্ন
পূর্ব লন্ডনের ওয়াইচাপল সেন্টারে গত ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার বিকেলে নাজিরবাজার ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা তহুর আলীর সভাপতিত্বে ও ওবায়দুর রহমান জুহেদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আবুল কালাম, সভাপতি তার স্বাগত বক্তব্যে সংগঠনের সদ্য সম্পন্ন করা কার্যক্রম (২টি পাকা ঘর ও ঢেউটিন বিতরণ) এর উপর বিস্তারিত আপডেট তুলে ধরে, আগামী দিনে কীভাবে সংগঠনকে আরো গতিশীল করা যায় তার উপর মুক্ত আলোচনার আহবান জানান।
সাধারণ সম্পাদক এম এ আলী, বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় আগামী দিনের কার্যক্রম ও সংগঠনের গতি সঞ্চালনায় যার যার অবিমত ব্যক্ত করে আলোচানায় অংশ গ্রহণ করেন শাহ জয়নাল আবেদীন, এম এ মান্নান, আব্দুল কাদির, ছুরত আলী, শামীম আহমদ, আবুল কালাম, কবি শেখ সামছুল ইসলাম, ইলিয়াছ আলী, নাসির উদ্দিন খান সেবুল, মুহিবুর রহমান, ছাদেক আলী, মকবুল আলী প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আগামী নভেম্বর এর প্রথমদিকে সংগঠন এর এক যুগ পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার মধ্যে থাকবে নতুন কমিটির পরিচিত, জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় উত্তির্ন ছাত্র ছাত্রীদের সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা এবং স্বরণীকা প্রকাশ।
এ উপলক্ষ্যে আগামী ১৮ জুলাই উপদেষ্টামণ্ডলী, কার্যকরী পরিষদ এবং সাধারণ ট্রস্টিদের নিয়ে একটি সাধারণ সভা করার তারিখ নির্ধারণ করা হয়।—বিজ্ঞপ্তি