কে এম আবুতাহের চৌধুরীর সম্মানে বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৩, ১০:৫৩:২১ অপরাহ্ন
বৃটেন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবুতাহের চৌধুরীর সম্মানে বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউট, সিলেট এর পক্ষ থেকে সিলেট শহরের নাইওরপুলস্থ ওসমানী যাদুঘর প্রাঙ্গনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় ।
সংগঠনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে ৩ মে বুধবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিষ্টার মোস্তাকিম রাজা চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট এক্সপ্রেসের সম্পাদক মণ্ডলীর সভাপতি শাহ কামাল ,ইন্জিনিয়ার মাহমুদুর রহমান চৌধুরী ওয়েস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক এম এ জলিল, সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, রোটারিয়ান আব্দুর রশীদ, মাওলানা আব্দুল মুকিত, বিশিষ্ট সমাজসেবক রিপন আহমদ।
শিক্ষিকা রুনা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জিয়ারত হোসেন খান।
সভায় বক্তারা বৃটেনে কে এম আবুতাহের চৌধুরীর সাংবাদিকতা, সাহিত্য চর্চা ও কমিউনিটির সেবায় অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের পক্ষ থেকে কে এম আবুতাহের চৌধুরীকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । পরে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সম্বর্ধিত অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর অবিস্মরণীয় অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি সংগঠনের নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানান ও প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র প্রদানের দাবী জানান।
সভার সভাপতি এম এ মালিক খান -বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ও স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাংলাদেশীদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কে এম আবুতাহের চৌধুরীর দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করেন।-বিজ্ঞপ্তি