ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া হিফজুল কুরআন মাদরাসার সাবেক ৩ ছাত্রের আলিমে জিপিএ-৫
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১:১০:১০ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া হিফজুল কুরআন মাদরাসার সাবেক ছাত্র ও আল ইমতেহান ছাত্রকল্যাণ পরিষদের সদস্যদবৃন্দ এ বছর আলিম পরীক্ষায় জিপিএ-৫ তিনটিসহ অসামান্য সফলতা অর্জন করেছেন।
তাদের এই অভূতপূর্ব সাফল্যে ইমতেহান পরিবার খুবই আনন্দিত।
আল ইমতেহান ছাত্রকল্যাণ পরিষদ, ফেঞ্চুগঞ্জ এ সফলতার জন্যে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে ফেঞ্চুগঞ্জ মোহাম্মাদিয়া হিফজুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আবু সাঈদ মোঃ সেলিমের (বড় হুজুর) প্রতি।
জিপিএ-৫ প্রাপ্তরা হলেন হাঃ আলী আবদাল, হাঃ ওবায়দুল হক, হাঃ তাছিন আহমদ। পেয়েছেন
আরও যারা কৃতকার্য হয়েছেন তারা হলেন, হাঃ লাহিন আহমদ জিপিএ-৪.৭৯, হাঃ শাহেদ আহমদ জিপিএ-৪.৭৯, হাঃ হানিফ হোসেন দীপু জিপিএ-৪.১৯, হাঃ নাসির আহমদ জিপিএ-৩.৮৬, হাঃ আব্দুর রহিম জিপিএ-৩.৩৬, হোসাইন আহমদ (জিপিএ-৪.০০)।-বিজ্ঞপ্তি