লিবারেল ডেমোক্র্যাটস রেডব্রিজ শাখার বিশেষ বৈঠক ১৪ নভেম্বর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২২, ১১:৫৫:৪০ অপরাহ্ন
লিবারেল ডেমোক্র্যাটস ‘একটি সুন্দর রেডব্রিজ গঠনের জন্য আমাদের প্রচেষ্টা’ শীর্ষক একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছে আগামী ১৪ নভেম্বর, সেভেন কিংস রোডে অবস্থিত মেথডিস্ট চার্চে।
‘আপনি কেনো লিবারেল ডেমোক্র্যাটসকে সমর্থন করবেন? ‘আসুন খুঁজে বের করুন’, শিরোনাম দিয়ে সম্প্রতি রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস একটি প্রচারপত্র প্রকাশ করেছে।লিবারেল ডেমোক্র্যাটস রেডব্রিজ স্থানীয় শাখার ইসি সদস্য মোহাম্মদ অহিদ উদ্দিন ১৪ নভেম্বরের এই বিশেষ বৈঠকে উপস্থিত থাকার জন্য রেডব্রিজের উৎসাহী বাসিন্দাদের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রচারপত্রে আরও বলা হয়, “রেডব্রিজ লেবার পার্টির একটি ভার্চুয়াল একদলীয় শাসনাধীন এলাকায় পরিণত হয়েছে। এদিকে জাতীয় টোরি সরকারও চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।এমন এক পরিস্থিতিতে লিবারেল ডেমোক্র্যাসট’কে সমর্থন করার এটাই উপযুক্ত সময়” বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়।
প্রচারপত্রে বলা হয়, লিবারেল ডেমোক্র্যাটস একটি জনবান্ধব দল। “আমরা ন্যায্যতা ও উন্মুক্ততায় বিশ্বাসী।পাশাপাশি দারিদ্রতা, অজ্ঞতা এবং অসামঞ্জস্য থেকে মুক্তিতেও আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।”
উল্লেখ্য, বৈঠকটি ১৪ নভেম্বর সোমবার, সন্ধ্যা ৭টায় এইট/এ সেভেন কিংস স্টেশনের বিপরীতে সেভেন কিংস রোডে অবস্থিত মেথডিস্ট চার্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।