জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বৎসর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২২, ৩:০৩:৪৯ অপরাহ্ন
লন্ডন অফিস: ঐতিহ্যবাহী জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫০ বৎসর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা ২৬ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক আলাওর মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব তহুর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহিবুর রহমান।
আলোচনা সভায় সুবর্ণ জয়ন্তী সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাকসুদ রহমান, যুগ্ম সচিব এম এ আলী, আশরাফুল হক রূমান, ট্রেজারার ইকবাল আহমদ, সহ ট্রেজারার ইলিয়াছ আলী।
সভায় নিজ নিজ মতামত রেখে আরো বক্তব্য রাখেন, আলমাছ খান, মিছবাহুল বারী, নাসির উদ্দিন খান সেবুল, বদরুল হক শাহীন, মিজানুর রহমান সেবুল।