লন্ডনে ম আ মুক্তাদিরের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২২, ৬:৫৫:৪২ অপরাহ্ন
ম আ মুক্তাদির স্মৃতি কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ম আ মু্ক্তাদিরের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। ২০ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে শোক সভায় লন্ডনে অবস্থানরত ট্রাস্টের আজীবন সদস্য, সামাজিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গয়াছুর রহমানের সভাপতিত্বে এবং আব্দুল মালিক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, সাবেক মেয়র কাউন্সিলর সেলিম উল্লাহ, সাবেক কাউন্সিলর ফানু মিয়া, মরহুম মুক্তাদিরের রাজনৈতিক সহকর্মী সোহেল আহমদ চৌধুরী, মোহাম্মদ শওকত, জিল্লুল করিম চৌধরী, ব্রটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি ও জনজীবন পত্রিকার সম্পাদক ও ম আ মুক্তাদিরের রাজনৈতিক সহযোদ্ধা আলহাজ্ব ছমির উদ্দিন, সিলেট সদর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাহিন আমদ জয়েদ, কমিউনিটি নেতা মোঃ সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, লন্ডন মহানগর জাসদের সভাপতি সৈয়দ এনামুল হক বদরুল, সাবেক ডেপুটি মেয়র সাহেদ আলী, জাসদ নেতা রেদোয়ান খান, অধ্যক্ষ ফকর উদ্দিন চৌধুরী, ব্রিটিশ বাংলা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারী ডাঃ গিয়াস উদ্দিন আহমেদ, এনাম চৌধুরী, আব্দুর রউফ ও রাজনীতিবিদ হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
বক্তারা ম আ মুক্তাদিরেরে আত্মার মাগফেরাত কামনা করেন এবং বলেন, মানুষ মরণশীল এবং সে বেঁচে থাকে তাঁর আদর্শের মাধ্যমে। এবং ম আ মু্ক্তাদিরের আদর্শ সাম্যবাদী সমাজব্যবস্থা বাস্তবায়িত করার মাধ্যমেই তার আত্মা শান্তি পাবে।
বক্তারা আরও বলেন, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধের ময়দানেও তিনি তার বীরত্বের পরিচয় দিয়েছেন। এই সাচ্ছা বিপ্লবী ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে ছিলেন। কারো রক্ত চক্ষুকে কোনদিন ভয় করেন নি।
লন্ডনে আসার পরও তিনি তার সামাজিক ও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হন নি। এই বীর মুক্তিযোদ্ধা যেদিন মৃত্যুবরণ করেন, সেদিনও তিনি ব্যস্ত ছিলেন সামাজিক কাজের মধ্যে। যেদিন বাংলাটাউনের উদ্বোধনের দিন ছিল, সেদিনই সবকিছু শেষ হওয়ার পর তিনি শরীরে ব্যাথা অনুভব করেন। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে এবং এই হাসপাতালেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বক্তারা বলেন, ‘এই বীর মুক্তিযোদ্ধা দেশ ও সমাজকে দেয়ার অনেক কিছু ছিল, কিন্তু অল্প বয়সেই তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন।’
শোকসভায় ম আ মুক্তাদিরের জীবনীর উপর একটি সংকলন পুস্তিকা আকারে প্রকাশের সিদ্ধান্ত নেয়। এই সংকলনটি একযোগে ইউকে, ইউএসএ ও বাংলেদেশ থেকে প্রকাশের সিদ্ধান্ত নেয়। সকলের কাছে ম আ মুক্তাদিরকে নিয়ে একটি সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক লেখা পাঠানোর আহ্বান করা হচ্ছে।
লেখা পাঠানো ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন-
Md. Goyasur Rahman Goyas, Email: grahman1@hotmail.co.uk, Mob: 07984095186
Somir Uddin, Email: somir_uddin@hotmail.co.uk, M0b: 07908610708 -বিজ্ঞপ্তি