নতুন ডেপুটি স্পিকারকে লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের পক্ষে ফুল দিয়ে বরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২২, ৭:০৯:৫৭ অপরাহ্ন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি স্পিকার, রাকসু’র সাবেক জিএস, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এড. শামসুল হক টুকু এমপিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে লন্ডন আওয়ামীলীগের যুগ্মসম্পাদক, লন্ডনে জাতির পিতার ভাস্কর্যের প্রতিষ্ঠাতা আফছার সাদেক এর পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন সুজন, শফিক, ঝুটন, অলিল, সুমন, ফরহাদসহ নেতৃবৃন্দ। এ সময় নতুন স্পিকার এড. শামসুল হক টুকু বলেন, সবই আল্লাহর ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কখন কাকে কোথায় রাখবেন এটা তিনি জানেন আমি তাঁর একজন কর্মী আমার চাওয়া পাওয়ার কিছু নেই। দেশ বিদেশের সকলে দেশের জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন নেত্রীকে সালামতে রাখেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন এ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি। বিশেষ করে আমার স্নেহধন্য লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বর্হিবিশ্বে লন্ডনে জাতির পিতার ভাস্কর্য স্থাপনকারী প্রিয় আফছার খান সাদেককে ধন্যবাদ এবং তাঁর সফলতা কামনা করছি।-বিজ্ঞপ্তি