যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবি শাহ শামীম আহমেদের জন্মদিন পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২২, ৫:২৯:৫৯ অপরাহ্ন
লন্ডন অফিস : ৯০ দশকের শক্তিমান কবি, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদের ৫২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামীলীগ পরিবারের ব্যানারে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, নৈশভোজ ও কেককাটা গত ৯ মে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কবি ফয়জুর রহমান ফয়েজ। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাহমুদ আলী।
সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট শাহ ফারুক আহমেদ, প্রচার সম্পাদক কবি মাসুক ইবনে আনিছ, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মিসবা উর রহমান মিসবা।
বক্তব্য রাখছেন প্রধান অতিথি সুলতান মাহমুদ শরিফ
প্রধান অতিথি সুলতান মাহমুদ শরীফ বলেন, শাহ শামীম বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক, একজন সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তার সফলতা ও দীর্ঘায়ূ কামনা করি।
বিশেষ অতিথি শাহ আজিজুর রহমান শাহ শামীমের দীর্ঘায়ূ ও সফলতা কামনা করেন।
শাহ শামীমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ অতিথি আব্দুল আহাদ চৌধুরী বলেন, আওয়ামী পরিবারের বেড়ে উঠা একজন পরীক্ষিত বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী রাজনীতিবিদ হচ্ছেন শাহ শামীম আহমেদ ।
আরো বক্তব্য রাখেন ওসমানী নগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাবেদ আহমেদ আম্বিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জামান নাসের, আওয়ামী লীগের কার্যকরি সদস্য আব্দুল জলিল চৌধুরী, সাবেক চেয়ারম্যান তৈয়ব কামালী, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ, সহ সভাপতি আকিক খান, শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ, আব্দুল বাসির, তাঁতীলীগের আহ্বায়ক এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক সিজিল মিয়া, কৃষক লীগের সদস্য সচিব এম এ আলী, ইলিয়াছ আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শামসাদুর রহমান রাহিন, যুগ্ম সম্পাদক কাজি মাসুম, নিউহ্যাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ সামী, বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ রোকন, দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সেলিম ও আইন বিষয়ক সম্পাদক নেফা মিয়া, বার্মিংহাম শ্রমিক লীগের সভাপতি রহমত আলী, মিডল্যান্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম শামীম, তাঁতীলীগ নেতা আব্দুল কাহার, স্টক এনটেন্ট আওয়ামী লীগের সভাপতি এনায়েত কবির শাহিন, সহ সভাপতি মতিউর রহমান মতি, ইলিয়াস আহমদ আয়না, মাসুক মিয়া, মাসনর্থ ইস্ট যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ হিলাল সাইফ, সৈয়দ জামিল আহমেদ, আবুল ফয়েজ, আশিক আলী, শিপলু আহমেদ, সৈয়দ আলফু, হেলাল মিয়া, আঙ্গুর আলী, মাহমুদ কলি, শরিফ উল্লাহ, মুজিবুর রহমান, সফিউল আলম বাবু, ইউকে যুবলীগের ক্রীড়া সম্পাদক মাসুম তালুকদার, আশিকুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারহান সাদিক, আলিম উদ্দিন, সৈয়দ শফর আলী, বদরুল ইসলাম, আমিনুল ইসলাম, মুহিত মিয়া প্রমুখ।
আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতিলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
https://youtu.be/hIrPiJbzDng
উল্লেখ্য, ৯০ দশকের স্বৈরাচারী এরশাদ ও খালেদা বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত ছাত্রনেতা শাহ শামীম আহমদ। তিনি ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। অকুতোভয় রাজনৈতিক কর্মী হিসেবে তিনি স্বৈারাচারের রোষানলে পড়ে ৯০ দশকে বেশ কিছুদিন কারাবাস করেন। আন্দোলনের মুখে তিনি মুক্তি পান। বিলেতে আসার পর যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন শাহ শামীম আহমদ। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তিনি। যুক্তরাজ্য আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা শাহ শামীম একজন সর্বজন প্রিয় ব্যক্তিত্ব।
শাহ শামীম আহমদ সাহিত্য ও সংস্কৃতিকর্মী হিসেবেও সক্রিয় কর্মী ছিলেন। বাংলাদেশে বসবাসকালে ‘হৃদি’ নামে একটি পাঠকপ্রিয় সাহিত্য সংকলন সম্পাদনা করেন শাহ শামীম আহমদ। এছাড়া তার প্রকাশিত কাব্যগ্রন্থ রয়েছে ‘জলরঙা দিন’। পত্রপত্রিকায় তিনি নিয়মিত কবিতা ও মননশীল গদ্য লিখে বিলেতেও নিজস্ব স্থান তৈরি করে নিয়েছেন।