রেডব্রিজ কাউন্সিল নির্বাচনে অহিদ উদ্দিনের প্রতি আরসিটি’র সমর্থন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২২, ১:৩৮:৫১ অপরাহ্ন
রেডব্রিজ কাউন্সিল নির্বাচনে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি) চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে।
শনিবার মধ্যাহ্ন দেড়টায় রেডব্রিজের ইলফোর্ডে আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত আরসিটি’র এক বিশেষ সভায় এ সমর্থনের কথা ঘোষণা করা হয়।
আরসিটি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফানু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বকতৃতা করেন কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ গোলাম মোহাম্মদ রফিক, সাংগঠনিক সম্পাদক আফছর হোসেন, প্রেস ও প্রচার সম্পাদক মিছবাহ জামাল, শাহজাহান আলী, মোহাম্মদ মামুন, শাহীন চৌধুরী, শাহীন আহমেদ, নিয়াজ চৌধুরী শুভন, ফারুক উদ্দিন, এমদাদুর রহমান, জহির হোসেন গাউস, আবুল কালাম, জয়নুল চৌধুরী প্রমুখ।
সভায় গৃহিত প্রস্তাবসমূহ হচ্ছে: আগামী মে মাসের শেষে আরসিটি’র তরফ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। দাতব্য প্রতিষ্ঠান হিসেবে আরসিটি নিবন্ধন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় সদস্য চাঁদা অবিলম্বে পরিশোধ করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয় এবং এ বিষয়ে কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়।
সভায় আসন্ন কাউন্সিল নির্বাচনে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের প্রতি আরসিটি’র পক্ষ থেকে পূর্ণসমর্থন ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়। সভাশেষে আরসিটি সদস্যদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।