লন্ডনে সিভিক এওয়ার্ড পেলেন রেজাউল করিম মৃধা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩:২১ অপরাহ্ন
এওয়ার্ড হাতে সাংবাদিক রেজাউল করিম মৃধা
লন্ডন অফিস : যুক্তরাজ্যে করোনা মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধাকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সিভিক এওয়ার্ড সম্মানে ভূষিত করে।
বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ঐতিহাসিক সেন্টস জর্জ টাউন হলে কাউন্সিল কর্তৃক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সিভিক এওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, চিফ এ্যাক্সিকিউটিভ উইল তাকলেই , জিএসএ মেম্বার উমেশ দিয়াই, লিড মেম্বার কাহার চৌধুরী, কাউন্সিলার আয়াস মিয়া, অন্যান্য কাউন্সিলারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিভিক এওয়ার্ড একটি সম্মানজনক এওয়ার্ড। প্রতি বছর একটি নিরপেক্ষ বোর্ডের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকতা এবং চ্যারিটি কাজের স্বীকৃতি স্বরুপ এই এওয়ার্ড মনোনয়ন করা হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জনকে টাওয়ার হ্যামলেট্স কাউন্সিল সিভিক এওয়ার্ড ২০২২ প্রদান করে। সাংবাদিক ক্যাটাগরিতে একমাত্র মোঃ রেজাউল করিম মৃধা এই এওয়ার্ড পান।
কভিড-১৯ করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর সিভিক এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়নি সেজন্য এবছর বেশী সংখ্যক গুনী মানুষকে সিভিক এওয়ার্ডে ভুষিত করা হয়।
মোঃ রেজাউল করিম মৃধা ২০১১ সালের মাঝামাঝি ইতালি থেকে স্বপরিবারে লন্ডনে আসেন এবং লন্ডনে এসে সাংবাদিক পেশায় কাজ করেন। বিলেতের বাংলা গণমাধ্যম জগতের অত্যন্ত সক্রিয় কর্মী। তিনি ‘চ্যানেল এস’ এর সিনিয়র ক্যামেরা পার্সন, বেতার বাংলার প্রেজেন্টার এবং ব্রিটবাংলার কমিউনিটি এডিটর। অনলাইনভিত্তিক এমএইচএস লন্ডন টিভিতে নিজস্ব অনুষ্ঠান ‘মৃধা শো’ উপস্থাপক ও পরিচালনা করছেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচত ইভেন্ট অ্যান্ড ফ্যাসেলিটিজ সেক্রেটারী হিসেবে তিনি দক্ষতা ও সাফল্যের প্রমাণ দিয়েছেন। তিনি কেরাম ও দাবা প্রতিযোগিতা, মিডিয়া কাপ ফুটবল টূর্নামেন্ট, বনভোজন, বৈশাখী আড্ডা, একুশে আমাদের চেতনায়, ২৬ মার্চ উদযাপন, প্রেস ফ্রিডম ডে উদযাপন সহ ক্লাবের সকল আয়োজনে অগ্রণী ভূমিকা রেখে চলছেন।
মোঃ রেজাউল করিম মৃধা মানিকগন্জ জেলার, হরিরামপুর উপজেলার আজিম নগর ইউনিয়নের ইব্রাহিম পুর গ্রামে সম্ভ্রান্ত মৃধা পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মৃত্যু হাজী বাছের মৃধা। ৬ ভাইবোনের মধ্যে ৫ম সন্তান। বর্তমানে স্বপরিবার লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বসবাস করছেন।
ছাত্র জীবন থেকেই লেখালেখি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন। ঢাকা ইউনিভার্সিটির অধীনে ঢাকার সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত অবস্থায় ‘দেয়াল’ পত্রিকা বের করেন। ছিলেন কলেজের বার্ষিক ম্যাগাজিনের সহ-সম্পাদক। ১৯৮৮ সালে বিএ পাশ করেন। ১৯৮৯ সালে কর্মের তাড়নায় প্রবাসী হয়ে ফ্রান্স আসেন এবং ১৯৯০ সালে ইতালি প্রবাসী হন। লেখা লেখি করেছেন নিয়মিত। এছাড়া দিনকাল, চিত্রবাংলা ও সাপ্তাহিক ২০০০ এর ইতালি প্রতিনিধি ছিলেন। ইতালি থেকে প্রকাশিত দেশ-বিদেশ ও স্বদেশ-বিদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকও ছিলেন। ২০১১ সালে ইংল্যান্ডে এসে দেশ টিভি, বাংলা টিভি এবং ২০১৪ থেকে চ্যানেল এস-এর সাথে নিউজে কাজ করে যাচ্ছেন।
কভিড-১৯ করোনাভাইরাস মহামারির সময় সাংবাদিক হিসেবে তার ভূমিকা এবং কার্যক্রম ছিলো প্রসংশনীয়। কভিডের প্রথম থেকে আজ পর্যন্ত প্রতিদিন কভিড-১৯ করোনাভাইরাসের আপডেট দিয়ে আসছে। সাথে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ডাক্তারসহ বিশেষজ্ঞদের পরামর্শ, সাজেশন এবং কর্তব্যের বিষয় তুলে ধরেছেন।
কভিড-১৯ করোনাভাইরাস মহামারির লকডাউনে যখন মানুষ ঘরবন্দি তখন সংবাদের জন্য ছুটে বেড়িয়েছেন। করোনায় আক্রান্ত রোগীর বাসায়, মৃত্য ব্যাক্তির পাশে কখনো হাসপাতালে, কখনো মর্গে, কখনো জানাজায় আবার কখনো কবর স্থানে শেষ বিদায় জানাতে ছুটে গিয়েছেন। জনসাধারণকে নিরাপদে থাকতে উৎসাহিত করেছেন।
বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন কার্যক্রমে সহযেগিতা করা কখনো হোমলেস কিম্বা গৃহবন্দি মানুষের পাশে এমন কি চ্যারিটি সংগঠন গুলোর সাথে রাতদিন কাজ করে গিয়েছে। নিজের জীবনের ঝুঁকি নিয়েই এই করোনাভাইরাস মহামারিতে কাজ করে গেছেন।এই সকল কাজের স্বীকৃতি হিসেবে আজ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকা তাকে সবচেয়ে সম্মানজনক সিভিক এওয়ার্ড ২০২২ তুলে দেওয়া হয়।