বিশ্বনাথ এসোসিয়েশন লুটনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২২, ৮:৩৭:১০ অপরাহ্ন
লন্ডন অফিস : বিশ্বনাথ এসোসিয়েশন লুটন এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৩ ফেব্রুয়ারি স্থানীয় বি.ওয়াই.এল হলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
এতে লুটন শহরে বসবাসকারী বিশ্বনাথের মুরুব্বিগণ ও কমিউনিটির কাজের সাথে জড়িত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের আহবায়ক প্রিন্সিপাল ফরিদ আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা দেলওয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যের পর আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মমিনুর মুরাদ। পরে সংগঠনের বিভিন্ন দিক পর্যালোচনা করে বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক নুর মিয়া, যুগ্ম-আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ন আহবায়ক ও সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন, সাবেক সভাপতি আব্দুল্লা মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম খাঁন, গয়াস মিয়া, তজমুল আলী খাঁন, হান্নান মিয়া প্রমুখ।
পরে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
দ্বিতীয় পর্বে হয় নির্বাচন। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হাজী আবুল কাশেম এবং সহযোগিতা করেন নির্বাচন কমিশনার হাফিজ মাওলানা দেলওয়ার হোসেন ও মৌলাদ মিয়া। নির্বাচনে প্রতিটি শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় সবাইকে নির্বাচিত ঘোষণা করেন।
আগামী দুই বৎসরের জন্য গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রিন্সিপাল ফরিদ আহমেদ সভাপতি, খলিলুর রহমান সাধারণ সম্পাদক ও আজাদ আলীকে ট্রেজারার ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি মমিনুর মুরাদ, সহ সভাপতি ফয়জুর রহমান, সহসাধারণ সম্পাদক তালেবুল ইসলাম খান (দুলাল) সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, সহকোষাধ্যক্ষ রিয়াজ উদ্দিন, শিক্ষা সম্পাদক আমিরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মিসবাউর রহমান( বাবুল), প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক বাবরুল হোসেন, সমাজ সেবা মামুনুর রহমান (মামুন)।