চার্চফিল্ড ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী অহিদ উদ্দিন লিবডেমের শীর্ষ প্রচারকের সম্মানে ভূষিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২১, ১১:০৫:০১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি : রেডব্রিজের চার্চফিল্ড ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিনকে ২০২১ সালে লিবডেমের শীর্ষ প্রচারকের সম্মানে ভূষিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার লিবডেমের ফেডারেল নেতা স্যার এডওয়ার্ড ডেভি এমপি অহিদ উদ্দিনের কাছে এই সম্মাননা প্রেরণ করেন। স্যার এডওয়ার্ড ডেভি বলেন, ‘বিগত মাসে সমগ্র দলের মধ্যে আপনার ( মোহাম্মদ অহিদ উদ্দিন) অবস্থান ছিল শীর্ষ প্রচারকের।
লিবডেমের ফেডারেল নেতা স্যার এডওয়ার্ড ডেভি অহিদ উদ্দিনকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনি ভোটারদের মধ্যে আমাদের দল নিয়ে মনকাড়া বক্তব্য দিয়ে শীর্ষ প্রচারক হওয়ার গৌরব অর্জন করেছেন। আপনার এই অসামান্য অবদানের জন্য ধন্যবাদ। আমি আশা করি ভবিষ্যতেও পার্টির জন্য আপনি এই ধরনের অবদান রাখতে সক্ষম হবেন।’