ব্রিটেনের উবার ড্রাইভাররা পেনশন পাবেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:১৫:৪৭ অপরাহ্ন
রেজাউল করিম মৃধা : ব্রিটেনের উবার ড্রাইভারদেরকে পেনশন দিবে কোম্পানিটি । যাতে উবার ড্রাইভাররা বৃদ্ধ বয়সে জীবনের নিশ্চয়তা পান।
গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট উবার ড্রাইভারদের মিনিমাম ওয়েজেজ দেওয়া হলি ডে পে এবং কাজের স্বীকৃতি দিতে হবে। সেই সাথে পেনশন পাবে।
শুক্রবার সিলিকন ভ্যালি কোম্পানিটি জানায়, চালকদের উপার্জনের ৩ শতাংশ পেনশন হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে নিজের উপার্জিত অর্থের একটি অংশ পেনশন পরিকল্পনায় জমা রাখতে পারবেন চালকরাও। তবে সেটি হতে হবে কমপক্ষে ৫ শতাংশ।
ইউকে তে প্রায় ৭০ হাজার উবার ড্রাইভার আছেন। এই ড্রাইভারদের সাথে পেনশন স্কীম পাচ্ছেন বোল্ড, এ্যাডমিশন লি, ওলাসহ ক্রস ইন্ডাস্ট্রিতে কর্মরত সকল ড্রাইভাররা পেনশন স্কীমের আওতায় পড়বেন।
জিএমবি-র ন্যাশনাল অফিসার মিক রিক্স বলেন, ‘‘উবার ড্রাইভারদের পেনশন স্কীম অধিকার একটি যুগান্তরকারী রায়। যার ফলে হাজার হাজার ড্রাইভার তাদের রাইট পাবে। বৃদ্ধ বয়সে পেনশনের অর্থ দিয়ে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবেন”।
এডিসিইউ-র জেনারেল সেক্রেটারি বলেন,‘‘শতকরা ৩% কন্ট্রিবিউট করা গরীব ড্রাইভারদের জন্য কষ্টকর। সেই সাথে ইউকে জুডে বড় ৮টি শহর ছাড়াও অন্যান্য শহরে উবার ড্রাইভার আছেন কিন্তু তাদের সবার ইনকাম বা আয় সমান নয়। সেক্ষেত্রে শতকরা ৩% কন্ট্রিবিউট করা অনেক ড্রাইভারের পক্ষে কষ্টদায়ক”।
GMB-র উচ্চপদস্থ কর্মকর্তা জ্যামি হেইউড দি গার্ডিয়ান-র সাথে গত শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, ‘‘২০১৭ সালের ১ মে থেকে যেসব উবার ড্রাইভার উবারে সাথে কাজ করছেন তারা প্রত্যেকেই পেনশন স্কীমের আওতায় পড়বেন। তাদের সর্বনিম্ন বেতন, ছুটির পয়সা এবং পেনশন পাবেন”।