ডক্টর জাকির খানকে বিবিসিসিআই-র পক্ষ থেকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২:৫৪:৫৮ অপরাহ্ন
লণ্ডন অফিস : ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যাণ্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) গতকাল ২৩ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের চেম্বার ভবনে ডক্টর জাকির খানের ডক্টরেট ডিগ্রি অর্জন উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বিবিসিসিআই-র প্রেসিডেন্ট বশির আহমদ এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন লন্ডন রিজিওন বিবিসিসিআই-র সভাপতি এফএইচএম নুরুজ্জামান।
সংবর্ধিত অতিথি ডক্টর জাকির খান তার বক্তব্যে বলেন, ‘‘এ কৃতিত্ব শুধু আমার একার না, এই এচিভমেন্ট কমিউনিটির সবার। আজ আমাদের বাঙালি কমিউনিটি বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত, নিজেদের ভেতরের বিভক্তি ভেঙ্গে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আরও এগিয়ে যেতে হবে’’। জাকির খান সবাইকে এক হয়ে কমিউনিটির সেবায় কাজ করার আহ্বান জানান।
বিসিসিআই-র পক্ষ থেকে তাকে সম্মান জানানোর জন্য এবং কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শেষডক্টর জাকির খান ডক্টরেট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, ‘চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এবং চিফ অ্যাডভাইজার শাহাগীর বখত ফারুক, ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রানু, বিবিসিসিআই-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিব চৌধুরী, কাউন্সিলর পারভেজ আহমদ, জিএসসির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মির্জা আছহাব বেগ, ফ্রেন্ডস অফ হার্ট ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি মিসবাহ জামাল, এনআরবি অর্গানাইজেশন-র সভাপতি আশিকুর রহমান আশিক, বিবিসিআই-র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর সানাওয়ার চৌধুরী, ক্যাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুর রহমান সিমু, ফ্যাশন ডিজাইনার সাঈদা চৌধুরী।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিবিসিসিআই’র ডাইরেক্টর ও সদস্য বৃন্দ।
সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিবিসিসিআইয়ের ফাইন্যান্স ডাইরেক্টর মনির আহমদ।
অনুষ্ঠান শুরুর পূর্বে বিবিসিআই-র সৌজন্যে সংবর্ধিত অতিথি ডক্টর জাকির খানকে নিয়ে উপস্থিত অতিথিবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন।