ব্রিটেনে ট্রাভেল গাইডে আরও পরিবর্তন, কোয়ারেন্টাইন লাগবে যাদের, নতুন ক্যাটাগরি আসছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৮:০২ অপরাহ্ন
লণ্ডন অফিস : ব্রিটেন সরকার ভ্রমণ নিয়ম-কানুনে পরিবর্তন আনায় ২২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে ব্রিটেন যাওয়া এবং ব্রিটেন থেকে বাংলাদেশে আসা সহজ হতে যাচ্ছে।
তবে বাংলাদেশে হাই কমিশন লণ্ডন থেকে গতকাল ১৭ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃটেন অনুমোদিত টিকার দুই ডোজ না নিয়ে যারা ব্রিটেন ঢুকবেন তাদের ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেটা হয় বাড়িতে বা যেখানে তারা অবস্থান করছেন সেখানে। তাছাড়া তাদেরকে অবশ্যই কোভিড পরীক্ষা করবে ব্রিটেন সরকারের তরফ থেকে।
উল্লেখ্য, বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অব্যাহত প্রচেষ্টায় বাংলাদেশকে ব্রিটেনের অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা ‘রেড-লিস্ট’ থেকে সরিয়ে ২২ সেপ্টেম্বর ‘অ্যাম্বার লিস্ট’-এ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।
এ সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর শুক্রবার ব্রিটেনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয় বাংলাদেশ ২২ সেপ্টেম্বর বুধবার ভোর ৪ টায় অ্যাম্বার তালিকায় চলে যাবে।
তাছাড়া, এ বিষয়ের আরও আপডেট হলো, বিদ্যমান লাল এ্যাম্বার ও গ্রিন তালিকা সব উঠিয়ে, শুধু দুটি ক্যাটাগরিতে নিয়ে আসতে যাচ্ছে ব্রিটেন সরকার। সে-দুটি হলো, ‘no-go’ এবং ‘low-risk’ তালিকা। বলা হয়েছে – Instead of countries being on the red, amber or green lists, there will be a much-smaller no-go list of countries with the amber and green lists merging into one “low-risk” category.
জানা গেছে, ব্রিটেন সরকার ৪ অক্টোবর থেকে দুই ক্যাটাগরিতে নিয়ে আসবে এসব তালিকা।