২২ সেপ্টেম্বর থেকে রেড লিস্টে থাকবে না বাংলাদেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৮:১৮ অপরাহ্ন
সিলেট অফিস : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অব্যাহত প্রচেষ্টায় বাংলাদেশকে ব্রিটেনের অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা ‘রেড-লিস্ট’ থেকে সরিয়ে ২২ সেপ্টেম্বর ‘অ্যাম্বার লিস্ট’-এ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর শুক্রবার ব্রিটেনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয় বাংলাদেশ ২২ সেপ্টেম্বর বুধবার ভোর ৪ টায় অ্যাম্বার তালিকায় চলে যাবে। তবে এই সময়ের আগে কেউ ব্রিটেনে গেলে তাকে অবশ্যই লাল তালিকার নিয়ম মেনে চলতে হবে। ওখানে লেখা রয়েছে- Bangladesh Moving to the amber list 4 am, Wednesday 22 September. If you arrive in England before then you must follow the red list rules.
এদিকে একই সময়ে বাংলাদেশ ছাড়া আরো ৭টি দেশ রেড লিস্ট থেকে অ্যাম্বারে চলে যাবে বলেও ওয়েব সাইটে জানানো হয়। দেশগুলো হলো, তুরস্ক, মিশর, ওমান, মালদ্বীপ, শ্রীলংকা, কেনিয়া এবং পাকিস্তান।
সম্প্রতি ব্রিটেনে সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বিষয়টি নিয়ে ব্রিটেন সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করেন। পরে ভার্চুয়াল প্ল্যাটফরমে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশকে ব্রিটেনের অতিঝুঁকিপূর্ণ দেশের তালিকা (রেড-লিস্ট) থেকে সরানোর অনুরোধ জানান। করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্রিটেনের ৫০ বছরের পুরোনো বন্ধু, তাছাড়া প্রায় ছয় হাজার ব্রিটিশ-বাংলাদেশী আটকা পড়ে আছেন এমতাবস্থায় বাংলাদেশকে রেড-লিস্ট-এ রাখা সমীচীন না।
অ্যাম্বার তালিকায় যাওয়া দেশগুলো থেকে যারা ব্রিটেন যাবেন তাদেরকে আর হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এতে করে ভ্রমণ খরচ প্রায় তিন লক্ষ টাকা কমে আসবে।
ব্রিটেন বাংলাদেশের উপর থেকে রেডএলার্ট তুলে নেয়ার খবরে সিলেটজুড়ে আনন্দের বন্যা বইতে শুরু করে। বিশেষ করে আটকে পড়া প্রবাসী এবং ব্রিটেনে লেখাপড়া করতে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীরা এ খবর শুনে দেখে আনন্দ প্রকাশ করছেন। ওদিকে ব্রিটেনেও বাংলাদেশে আসার অপেক্ষায় থাকা মানুষের মাঝে আনন্দের ঢেউ। জানা গেছে, কয়েক ঘণ্টার মধ্যে শত শত টিকেট নেওয়া হয়েছে। রেড লিস্টে থাকা অবস্থায় তারা দেশে আসছেন না ফিরে গিয়ে কোয়ারান্টাইনে থাকার বাড়তি থরচ করতে হবে বলে।