শোক দিবসে মালয়েশিয়া প্রেসক্লাবের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২১, ৪:০৮:৫৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টায় প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ১৫ আগস্টের সকল শহীদ, মুক্তিযোদ্ধা, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় ভার্চুয়াল অনুষ্ঠানে সরাসরি যুক্ত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি শেখ আহমাদুল কবির, সাধারন সম্পাদক বশির আহমেদ ফারুক,কোষাধক্ষ্য মোহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো মনিরুজ্জামান, ক্রীড়া সম্পাদক এম এ আবির, প্রতিষ্ঠাতা সদস্য এস এস সৌরভ।
ভার্চুয়াল আলোচনায় বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য জীবন ও তার কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে বিদেশের মাটিতে প্রবাসীদের সকল সমস্যাদি সংবাদ প্রকাশের মাধ্যমে তা দ্রুত সমাধানে কার্যকরী প্রদক্ষেপ নিতে দুতাবাসকে অবহিত করা। এ ছাড়া বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা স্ব-স্ব দেশের আইন কানুন মেনে চলার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিগত বছরগুলোতে সরাসরি জাতীয় শোক দিবস বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে পালন করা হলেও বিশ^ ব্যাপী মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ থাকায় ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়।