ইদুল আজহা উপলক্ষে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২১, ১২:১৫:০৪ অপরাহ্ন
মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ইদুল আজহা উপলক্ষে লন্ডনের রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি) রেডব্রিজের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছে। আরসিটি’র সভাপতি মো. অহিদ উদ্দিন এবং সংগঠনের অন্যান্য কর্মকর্তারা গণমাধ্যমে দেওয়া এক বার্তায় এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় কোরবানির তাৎপর্য উল্লেখ করে বলা হয়, মহান আল্লাহতালা ইসলামের রাসুল হযরত ইব্রাহীম ( আ.)কে স্বপ্নযোগে তাঁর সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। সেই অনুযায়ী হযরত ইব্রাহীম (আ,) তাঁর প্রিয়পুত্র ইসমাইল (আ.)-কে কুরবানি করার উদ্যোগ নিলে আল্লাহর নির্দেশে তা রহিত করে পশু কোরবানি করা হয়। সেই থেকে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি উদযাপন করে। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ্ব মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ইদুল আজহার কুরবানি চলে।
বার্তায় আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা ইদুল আজহার সময়ে রেডব্রিজবাসীর সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ কামনা করে আরও বলেন, ইদুল আজহা রেডব্রিবাসীর জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধির বার্তা।
অন্যান্যের মধ্যে আরও শুভেচ্ছা জানিয়েছেন আরসিটি’র সাধারণ সম্পাদক ফানু মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, সহকারী সম্পাদক নিয়াজ চৌধুরী, আফসর হুসেন এনাম, শাহীন চৌধুরী, জয়নুল চৌধুরী, মাহবুব হুসেন রুনু, মারুফ আহমেদ, মামুন, পরিহান প্রমুখ।