জালালাবাদ এসোসিয়েশন নাপলি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২১, ৩:৪৫:১৭ অপরাহ্ন
মিনহাজ হোসেন, ইতালি: ইতালি বন্দর নগরীতে জালালাবাদ এসোসিয়েশন ইতালি নাপলি শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নাপলির স্হানীয় একটি হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব সংগঠনের সভাপতি সরফ উদ্দিন। সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিকের পরিচালনায় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালিসহ সভাপতি মোঃ গৌছ উদ্দিন সহ বিশিষ্ট সংগঠক জাহাঙ্গীর শেখ, কবির আহমদ, জালালাবাদ এসোসিয়েশন নাপলি শাখার সম্মনয়ক আব্দুল্লাহ আল মনসুর ওয়েছ, সিনিয়র সহ সভাপতি আব্দুস শুক্কুর আব্দুল্লাহ, উপদেষ্টা হাবিবুর রহমান, সহ সভাপতি ছানু মিয়া, খোকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, দবির হাসান, অর্থ সম্পাদক বুলবুল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মমিন উল্লাহ মামুন, দপ্তর জাহেদ আহমদ, সাহিত্য সম্পাদক জাফর আহমদ, আন্তর্জাতিক সম্পাদক সায়দুর রহমান সায়েম সাংস্কৃতিক সম্পাদক মিলু মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক, নাদিয়া খান সহ অধিকাংশ নারী পুরুষ আলাদা দুই ভাগে ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন ৷
অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন রমজানের এই সিয়াম সাধনার মাধ্যমে সকল মানুষের মধ্য থেকে হিংসা ও বিদ্বেষ দূর করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মিতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করায় সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন নাপরি শাখাকে আন্তরিক ধন্যবাদ জানান।
শেষে দেশে ও প্রবাসে সকল মুসলিমের শান্তি ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।