জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ: মিল্টন কিনস শাখার সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৪, ৬:৫০:১২ অপরাহ্ন
লন্ডন অফিস: জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ মিল্টন কিনস শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন ও কাউন্সিল বুধবার ২৪ জুলাই মিল্টন কিংস জামে মসজিদে সম্পন্ন হয়েছে।
শত শত মুসল্লিয়ানদের উপস্থিতিতে শায়েখ মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নুরুল হকের পরিচালনায় সম্মেলন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্কারী মুদাচ্ছীর আনোয়ার সাহেব সহ- সম্পাদক ইউরোপ জমিয়াত।
নবী করিম (সাঃ) এর জীবনী সম্পর্কে বিশেষ আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত শায়খূল হাদিস মুফতী নজরুল কাসেমী বলেন, ইসলাম ও মুসলমানদের কঠিন এ দুঃসময়ে এই মুহূর্তে রাসূলে পাক সাঃ এর আদর্শ অনুসরণ ছাড়া মুসলমানদের ইহকালীন সুখ শান্তি এবং পরকালীন মুক্তির কোন উপায় নেই। আজ রাসুল সাঃ নেই তাই রসুলে পাকের ওয়ারিশ উলামায়ে হক্কানীর অনুসরণ অনুকরণ করা আমাদের সকলের জন্য অতীব জরুরি। আর এজন্যই ব্রিটেনে সকল মুসলমানদেরকে হক্কানী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত সংগঠন ইউরোপ জমিয়তের ছায়াতলে যুক্ত হওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তা ছিলেন ইউকে জমিয়ত সভাপতি শায়খুল হাদিস মুফতি সাইফুল ইসলাম, বিশেষ অতিথি মুফতি মাওসুফ আহমদ সাহেব মহাসচিব ইউরোপ জমিয়ত, বিশেষ অতিথি মাওলানা এখলাছুর রহমান সাহেব উপদেষ্টা ইউরোপ জমিয়ত, ইউরোপ জমিয়তের আগত আমন্ত্রিত ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন, মাওলানা হাফিজ মোবারক আলী সাহেব সহ-সভাপতি ইউরোপ জমিয়ত, মাওলানা হাফিজ আব্দুর রব ফায়েজী সাহেব সহ-সভাপতি ইউরোপ জমিয়ত, মাওলানা কারী আব্দুল হাফিজ সাহেব সহ-সভাপতি ইউরোপ জমিয়ত, মাওলানা মামনুন মহি উদ্দিন সাহেব সেক্রেটারি ইউকে জমিয়ত, মাওলানা মুফতি আজিম উদ্দিন সাহেব সহ-সভাপতি ইউরোপ জমিয়ত, মাওলানা জসিম উদ্দিন সাহেব সভাপতি গ্রেটার লন্ডন জমিয়ত, মাওলানা হাফিজ আহমদ ছগীর সাহেব সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জমিয়ত, মাওলানা সৈয়দ যুবায়ের আহমদ সাহেব সহ-সভাপতি বার্মিংহাম জমিয়ত, মাওলানা সাইফুল ইসলাম সাহেব সাংগঠনিক সম্পাদক ইউরোপ জমিয়াত, মাওলানা জাকারিয়া সাহেব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বার্মিংহাম জমিয়ত, মাওলানা নাজমুল ইসলাম সাহেব ইমাম মিল্টন কিংস জামে মসজিদ,আলহাজ্ব জামিল বদরুল সাহেব সেক্রেটারি সান্ডয়েল জামিয়ত।
উপস্থিত ছিলেন মিল্টন কিংস জমিয়াতের নেতৃবৃন্দ হাজী সাজ্জাদ আলী, জালাল উদ্দিন রুমি, হাজী হাম্মাদ আলী, মোহাম্মদ মকবুল আলী, আব্দুর রউফ, হাফিজ মাওলানা আব্দুল মতিন খন্দকার, শেখ আহমদ,মোহাম্মদ আনোয়ার হোসাইন, জাহির মিয়া বাবু, হাজী অলিউর রহমান, হাজী আব্দুর রহিম, আরশদ আলী, আব্দুল মালিক,শিপন আহমদ, ছাদ হোসাইন, জামাল হুসাইন।
মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মার শান্তি কামনা করে সীরাতুন্নবী সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।
দ্বিতীয় পর্বে উপস্থিত ইউরোপ জমিয়তের নেতৃবৃন্দের অনুমতিতে মিল্টন কিংস জমিয়াতের বার্ষিক কাউন্সিল শুরু হয়। সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কাউন্সিলের কাজ শুরু হয়।
সম্মেলনে বিগত বছরের রিপোর্ট পেশ করেন সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ নুরুল হক। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি ঘোষণা করার জন্য কেন্দ্রীয় জমিয়তের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।
ইউরোপ জমিয়তের উপদেষ্টা একলাছুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব মুফতি মাওছুফ আহমেদের পরিচালনায় অনুমতি সাপেক্ষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন যথাক্রমে সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী, সহ-সভাপতি হাজী জালাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল হক, সেক্রেটারি মাওলানা আসজ্জাদ, ট্রেজারার মাওলানা কামাল উদ্দিন সহ পাচ সদস্য নতুন কমিটি ঘোষণা করা হয়।