মিশিগানে ভিপি মিজানের আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৪, ৩:২০:৩১ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজানের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মিশিগান বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটির আলাদীন রেস্টুরেন্টে সভায় ফুল দিয়ে ভিপি মিজানকে স্বাগত জানানো হয়। এছাড়া বিএনপির এই নেতার হাতে হ্যামট্রাম্যাক সিটি থেকে রিকোগনিশন সার্টিফিকেট প্রদান করেন মেয়র আমির গালিব।
মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মত প্রকাশের স্বাধীনতাসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্রবাস থেকেও দলকে সুসংগঠিত করার অঙ্গীকার করেন।
আরো পড়ুন ⤵️
মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সম্ভাবনার মুখে নাগরিকদেরকে লেবানন ছাড়তে ৭ দেশের নির্দেশনা
শমশেরনগর হাসপাতাল পরিচালনা কমিটির সাথে সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরীর মতবিনিময় অনুষ্ঠিত
উক্ত মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ আফজাল চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির বাবর আলী খান, শাহজাহান মফিজ, হাবিবুর রহমান, জাসাসের শরীফ মাহদি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুজ্জামান রণি, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি তারেক আহমেদ চৌধুরী, বিএনপি নেতা কাজী এবাদ।
সভায় উপস্থিত ছিলেন, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, মোহাম্মদ জামান, হাজী নিজাম উদ্দিন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কচি, সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ওমর আশরাফ ইমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল করিম জেহিন, শাহাদাত হোসেন মিন্টু, মোশারফ হোসেন চৌধুরী লিটুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।