শমশেরনগর হাসপাতাল পরিচালনা কমিটির সাথে সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরীর মতবিনিময় অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৪, ৮:৩০:২৪ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যুক্তরাজ্যে প্রবাসী, কমিউনিটি এক্টিভিস্ট এবং অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরীর সাথে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুন) লন্ডন সময় বিকেল ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০টায় শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকে’র উদ্যোগে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বরেণ্য কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে প্রবাসী কমিউনিটি এক্টিভিস্ট ও অনুপম নিউজ টোয়েন্টিফোর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী।
হাসপাতালের প্রধান রূপকার ও যুক্তরাজ্য কমিটির আহবায়ক ময়নুল ইসলাম খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট নির্বাহী কমিটির সদস্য ও ইউকে কমিটির সহ-সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল।
মতবিনিময় সভায় হাসপাতাল কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, সহযোগী অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীণ) সালেহ আহমদ (স’লিপক), যুক্তরাজ্যে থেকে সভাপতি মন্ডলীর সদস্য ব্যাংকার সৈয়দ সোহেল আহমেদ, বৃটেন কমিটির সদস্য সচিব আলাউর রহমান খান শাহীন, আমেরিকা থেকে হাসপাতালের পলিসি মেইকার সাইফুর রহমান কামরান প্রমুখ অংশগ্রহণ করেন।
হোয়াটসঅ্যাপ ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বরেণ্য কন্ঠশিল্পী সেলিম চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু হাসপাতালের কার্যক্রম ও সর্বশেষ অবস্থা ব্যাখা করে বলেন, আনুষ্ঠানিকভাবে হাসপাতাল উদ্বোধন না হলেও বিগত দুই মাস ধরে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে (রেজিস্ট্রেশন ছাড়া) আগত রোগীদের আউটডোর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত দুই শতাধিক রোগী শমশেরনগর হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। আগামী ১ জুলাই আমরা হাসপাতাল কমিটির সদস্যরা ফি পরিশোধ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করব।
প্রধান অতিথি যুক্তরাজ্যে প্রবাসী, কমিউনিটি এক্টিভিস্ট ও অনুপম নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী বলেন, যে কোন ভালো কাজে আমি যুক্ত থাকার চেষ্টা করি অন্যদেরও যুক্ত থাকতে উৎসাহ দিই। হাসপাতালের বর্তমান কার্যক্রম প্রশংসনীয়।
প্রধান অতিথি শমশেরনগর হাসপাতালের সাথে সম্পৃক্ত করার জন্য হাসপাতালের বর্তমান কমিটির সবাইকে ধন্যবাদ জানান। এবং হাসপাতালের বর্তমান কার্যক্রমের অগ্রগতির ভূয়সি প্রশংসা করে, শমশের নগরের কৃতি সন্তান বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সেলিম চৌধুরীর নেতৃত্বে কমিটি হাসপাতালের কার্যক্রম ও উন্নয়ন সঠিকভাবে পরিচালিত হবে—এই আশাবাদ ব্যক্ত করেন।
অতিথি আরও বলেন, রোগ নিরাময়ের আশ্রয়স্থল হাসপাতালে যাতে গরিব ও অসচ্ছল মানুষ বিনা পয়সায় অথবা অতি সুলভ মূল্যে যথাসম্ভব স্বাস্থ্যসেবা পায় সেটাই হবে মানবিক কাজ। তিনি আজীবন হাসপাতালের সাথে সম্পৃক্ত থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।