আল-মাসউদ ফাউন্ডেশনের বন্যার্তদের মধ্যে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৪, ১১:৫০:৪১ অপরাহ্ন
সিলেট অফিস: গলমুকাপন মাদ্রাসার দীর্ঘ ৫০ বছরের প্রধান শায়খুল হাদীস আল্লামা হাফিজ মাসউদ আহমদ বাঘার হুজুর (রহঃ) এর স্মরণে প্রতিষ্ঠিত আল-মাসউদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউপি’র কোনাপাড়া, জাকিরপুর, মাইজগাঁও, ইশাগ্রাই,পশ্চিম গাও, বড় হাজীপুর, গলমুকাপন সহ বিভিন্ন গ্রামে ভয়াবহ বন্যায় আক্রান্ত ২৫০ টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বাঘার হুজুরের ২য় সাহেবজাদা মশহুদ আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা রফিক আহমদ, শামসুল উলূম বল্লভপুর মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা শামীম আহমদ, মাইজগাঁও জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা রশিদ আহমদ, কোনাপাড়া খাদিমুল কুরআন নূরানী মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ইমরান আহমদ রুবেল, কোনাপাড়া জামে মসজিদের ইমামও খতিব মাওলানা এহসান উদ্দীন, মাওলানা আলা উদ্দীন, মতিউর রহমান মাছুম, মাওলানা ওলীউর রহমান, মাওলানা আং মুহাইমিন, মাওলানা সাব্বির আহমদ প্রমুখ ।