হঠাৎ একান্ত বৈঠকে সিলেটের বর্তমান ও সাবেক মেয়র, যে আলাপ হলো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৪, ৯:২৫:২৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: একান্ত বৈঠকে সিলেটের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ দেখা হয়ে যাওয়ায় সিলেটের একটি পত্রিকা অফিসে। হোল্ডিং ট্যাক্স ও দুই মেয়রের কর্মকাণ্ড নিয়ে যখন জোর আলোচনা, ঠিক তখনই একান্তে বৈঠক করলেন তারা।
গত শুক্রবার বিকেলে স্থানীয় একটি পত্রিকা অফিসে তাদের সাক্ষাৎ হয়। সেখানে দু’জনই খোলা মনে কথা বলেন। জানা যায়, সাবেক মেয়র বর্ধিত কর কমানোর জন্য নতুন মেয়রের কাছে আহ্বান জানান। অনির্ধারিত এই বৈঠকের খবর গতকাল শনিবার জানাজানি হয়।
শুক্রবার ঐ পত্রিকা অফিসে যান বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি সেখানে পত্রিকার সম্পাদক ও অন্যদের সঙ্গে কথা বলেন। এ সময় হঠাৎ সেখানে হাজির হন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তারা দু’জন একান্তে বেশ কিছুক্ষণ কথা বলেন।
একটি সূত্র জানায়, সাবেক মেয়র হোল্ডিং ট্যাক্স কমানোর আহ্বান জানালে মেয়র আনোয়ারুজ্জামান তাঁকে আশ্বস্ত করেন। নগরবাসীর বিপক্ষে যায় এমন কিছু তাঁর পরিষদ করবে না বলেও উল্লেখ করেন তিনি। গত ৩০ এপ্রিল সিটি করপোরেশন নতুন হার অনুযায়ী বার্ষিক গৃহকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধের নোটিশ দিতে শুরু করে। এতে প্রায় পৌনে ১ লাখ ভবন মালিকের গৃহকর ৫ থেকে ৫০০ গুণ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ ও অসন্তোষ। নতুন গৃহকর কমানোর দাবিতে নগরীতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এ নিয়ে গত বুধবার দক্ষিণ সুরমার নসিবা খাতুন বিদ্যালয়ে ভবন মালিকদের তোপের মুখে পড়েন মেয়র আনোয়ারুজ্জামান।
বৈঠক প্রসঙ্গে স্থানীয় দৈনিক পত্রিকাটির সম্পাদক জানান, ‘এটা কাকতাল। হঠাৎ করেই তারা দুজন অফিসে চলে আসেন।’ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, বর্তমান ও সাবেক মেয়রের বৈঠকটি নির্ধারিত ছিল না। হঠাৎ করেই এটি হয়েছে।’