বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন: তাহের আজম আখলাক প্যানেলের ঈদ শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৪, ১১:৫২:৪৫ অপরাহ্ন
লন্ডন অফিস: ঈদের তাকবির ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ’ এর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে পবিত্র ঈদুল ফিতরের আমেজ। বছর ঘুরে মুমিন, মুসলমানদের ঘরে এসেছে পবিত্র ঈদুল ফিতর, যার আনন্দ আজ আকাশে, বাতাসে ছড়িয়ে গেছে সকলের মাঝে।
পবিত্র এ ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথ উপজেলার সকল প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে তাহের আজম আখলাক প্যানেলের নেতৃবৃন্দ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার (রোজা রাখার) পরে আসে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা।
সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় এই ঈদ। প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসার বন্ধনে আপন করে। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি ও সম্প্রীতির উৎসব।
আরো পড়ুন ⤵️
যেকারণে খ্রিষ্টান হয়েও পুরো রমজান মাসে রোজা রেখেছেন মিকা স্টিভেনস
নেতৃবৃন্দ আগামী দিনেও দেশে এই শান্তি ও সম্প্রীতি বজায় থাকার আশাবাদ ব্যাক্ত করেছেন। তাঁরা আরও জানান, আমরা যেন ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগাতে পারি এবং একটি সুন্দর ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করতে পারি। আমরা যেন মানুষের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে পারি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঈদের আগমনে সমাজ, রাষ্ট্র, পরিবার ও ব্যক্তি জীবনে শান্তি, সমৃদ্ধি আসুক। সকলের জন্য ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সম্প্রীতির বার্তা সবার মাঝে ফিরে আসুক। শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িক অপশক্তির বিলীন হোক এই প্রত্যাশায় পরিপূ্র্ণ ঈদ পালিত হোক, এই হোক ঈদুল ফিতরে সকলের প্রত্যাশা।—বিজ্ঞপ্তি