মুহিবুল হকের মৃত্যুতে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪, ৬:৫৩:০৮ অপরাহ্ন
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে (আরসিটি) এর উপদেষ্টা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, নিউবেরি পার্ক মসজিদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ মুহিবুল হক (মুজিব) (জাহাঙ্গীর হোসেনের পিতা নিউবেরি পার্কের সাবেক চেয়ারম্যান) গুঙ্গাদিয়া, বিয়ানী বাজার, সিলেট, বাংলাদেশ তার বাসভবন নিউবেরি পার্ক, রেডব্রিজে গত বৃহস্পতিবার ২৮ মার্চ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি শান্তিপূর্ণভাবে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অশেষ বন্ধুবান্ধব রেখে গেছেন। শুক্রবার জুমার নামাজের পর নেওবুির মসজিদে জানাজা পড়ে তাকে চিগওয়েলের শান্তির বাগানে দাফন করা হয়। তিনি সৎ, সহানুভূতিশীল একজন মানুষ এবং সমাজের একজন প্রিয় ব্যক্তি ছিলেন। আল্লাহ তার পাপ ক্ষমা করুন এবং তাকে বেহেশতে উচ্চ মর্যাদা দান করুন। আলহাজ মুহিবুল হককে সম্প্রদায় চিরকাল স্মরণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মরহুম মুহিবুল হকের মৃত্যুতে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে (আরসিটি) এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, কোষাধ্যক্ষ আনামুল হক আনাম, সহ-সভাপতি আফসার হোসেন আনাম, মোঃ ফারুক উদ্দিন, এমদাদুর রহমান এমদাদ, মাহবুব হোসেন রুনু, সেক্রেটারি নিয়াজ চৌধুরী শুভন, যুগ্ম কোষাধ্যক্ষ গোলাম মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমেদ, প্রেস ও প্রচার সম্পাদক মিসবাহ জামাল, শিক্ষা সম্পাদক শাহীন আহমেদ, সমাজ ও কল্যাণ সম্পাদক মোঃ আবু তারেক চৌধুরী, শুয়েল আহমেদ, মঈনুল হক, কবির মাহমুদ, মোহাম্মদ আমিন, মাহমুদুল হক, মোহাম্মদ মামুন, হুমায়ুন কবির, বাহা উদ্দিন, এম এ কালাম প্রমুখ এক বিজ্ঞপ্তিতে শোক জানিয়েছেন।