বাংলাদেশ জেনারেশন ট্রাস্টের ইফতার মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৪, ১১:৪৭:১৬ অপরাহ্ন
লন্ডন অফিস: এক আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জেনারেশন ট্রাস্ট (বিআরটি) দাতা ও সমর্থকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৩১ মার্চ রোববার ইমপ্রেশন ইভেন্ট ভেন্যু ওয়েস্টহ্যামে। এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিআরটি চেয়ারম্যান ইব্রাহিম আলী। বিআরটি সচিব নাজির আলী’র পরিচালনায় বক্তব্য রাখেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল আশিদ আলী, মুহি মিকদাদ, হারুন রশিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জের সিইও শেখ অলিউর রহমান, ব্রিকলেন ফিউনারেল সার্ভিসের পারভেস কোরেশী, বিপিকেপি আশিকুর রহমান, জয়ন মিয়া, বিএসএ ইউকে-এর কয়েস মিয়া, শহিদুল আলম রতন, ইমরুল গাজী, বিআরটি কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন, নির্বাহী কমিটির সদস্য আলম শেখ, মঈন উদ্দিন আনসার, আব্দুল হাকিম, কামাল আহমেদ, তালিব উদ্দিন, নজরুল হক প্রমূখ। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিবেশন করেন মিশরের শায়খ আহমেদ রজব।
সভায় বক্তারা বলেন, বিআরটি বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য এবং জীবিকা খাতের মাধ্যমে তাদের এক দশকেরও বেশি ধরে কাজ করে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর হাজার হাজার পরিবার উপকৃত হচ্ছে। একই সাথে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীদের তাদের শিকড়ের সাথে পুনঃসংযোগ করছে।