টাওয়ার হ্যামলেটস বিএএমই ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৪, ৩:০৮:৫৫ অপরাহ্ন
আনসার আহমেদ উল্লাহ: ইষ্ট লন্ডনের উইন্স আমেরিকানো রেস্টুরেন্টে টাওয়ার হেমলেটস বিএএমই ফোরাম এর উদ্যোগে ৩১ মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তারা বলেন আগামী মে মাসে লন্ডন মেয়র নির্বাচনে লেবার দলীয় মেয়রকে বিজয়ী করতে বিএএমই ফোরাম অগ্রণী ভুমিকা পালন করবে এবং আগামী জাতীয় নির্বাচনে পার্টিকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিছ উদ্দীন আহমদের সভাপতিত্বে এবং হোয়াইট চ্যাপেল ওয়ার্ড লেবার পার্টির সেক্রেটারি মোহাম্মদ সুয়েজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন টাওয়ার হেমলেটস বারার সাবেক কাউন্সিলর হেলাল উদ্দীন আব্বাস।
বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হেমলেটস লেবার পার্টির বর্তমান লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার আং মুকিত চুনু এমবিই, সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব হোসাইন, লেস্সবারী ওয়ার্ড লেবার পার্টির চেয়ার আনসারুল হক, হোয়াইট চ্যাপেল ওয়ার্ড লেবার পার্টির চেয়ার সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বেথনালগ্রীন এন্ড স্টেপনি সিএলপি ট্রেজারার সাবেক কাউন্সিলর রুহুল আমিন, টাওয়ার হেমলেটস এর লেবার দলীয় বর্তমান কাউন্সিলর শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দীন, সাবেক কাউন্সিলর তারিক আহমেদ খাঁন, সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমিন, বেথনালগ্রীন ইস্ট লেবার পার্টির চেয়ার আনোয়ার মিয়া, ব্লাকওয়েল ওয়ার্ড লেবার পার্টির চেয়ার আনোয়ার পুনেকার, কমিউনিটি এক্টিভিস্ট দিলন মিয়া, সেবুল খাঁন, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, এড. মিজানুর রহমান খন্দকার, মিসবাউর রহমান মাসুম, সৈয়দ ফয়জুল ইসলাম, শেখ তানভির আহমেদ, জামাল শাহ, জুবের আলী, তাউস আহমেদ, ইয়াসিন আহমেদ, ডেনিয়েল প্রমুখ।