যুক্তরাজ্যপ্রবাসী দিলওয়ার হোসেনকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ২:১৪:০৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ সোস্যাল ও কালচারাল ট্রাস্ট ইউকের সভাপতি, পপলার ল্যান্সবারী ওয়ার্ড লেবার পার্টির সহ সভাপতি যুক্তরাজ্যপ্রবাসী মোঃ দিলওয়ার হোসেনের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ।
গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের সংবর্ধিত অতিথি মোঃ দিলওয়ার হোসেন গোলাপগঞ্জ উপজেলার মানুষের কাছে একজন সমাজসেবী হিসেবে পরিচিত। তিনি এ উপজেলায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে সব সময় থাকেন। তাদের সাহায্যে এগিয়ে আসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মোঃ দিলওয়ার হোসেন বলেন, আমায় এভাবে সম্মান দেওয়ার জন্য আমি গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি প্রবাসে থাকলেও আমার হৃদয় জন্ম মাটিতে পরে থাকে। আজকে সবার সাথে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউ কের ভাইস চেয়ারম্যান জবরুল ইসলাম লনি, বিবিসিভি ইউ,কের চেয়ারম্যান সেলিম উদ্দিন চাকলাদার, গোলাপগঞ্জ সোশ্যাল এন্ড কালচারাল ট্রাষ্টের জয়েন্ট ট্রেজারার কামরুজ্জামান চাকলাদার।বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা আশিদুর রহমান আশাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত, হাদিউজ্জামান মাসুম, কাওছার খান, সাদেক আহমদ, আফতাব উদ্দিন, শাহিন আহমদ, লুলু মিয়া, রফিক আহমদ, মাহমুদ হোসেন, হারান দাশ, ওয়িম উদ্দিন, গিয়াস উদ্দিন, ফয়াজ আলী, বিলাল আহমদ, মাহমুদ আলী, আলাউদ্দীন আলাই, আলা উদ্দিন, পৌর যুবলীগ নেতা রুমেল আহমদ, আফজাল আহমদ, চেরাগ আহমদ, শেখ হৃদয়, রাহেল আহমদ, মারুফুল হক, জুয়েল আহমদ বাদশা, আবিদ আহমদ, রাহেল আহমদ, রিয়াদ আহমদ, মিজান আহমদ, হালিম হাসান, রাজন আহমদ, জাফরুল ইসলাম তারেক, রুহেল আহমদ লাকি, পাপলু আহমদ, কামরান আহমদ সামি, তানভীর আহমদ, রিমন আহমদ, রিপু আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রুহিত, সাংস্কৃতিক সম্পাদক সুজন আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন ঘোষগাও ইসলামীয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা সাদেক আহমদ।—বিজ্ঞপ্তি