মিছবাহ উদ্দিন আহমদের যুক্তরাজ্য আগমন উপলক্ষে মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ১১:১৮:৪২ অপরাহ্ন
ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক অধ্যাপক এবং ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের আজীবন দাতা সদস্য মিছবাহ উদ্দিন আহমদের যুক্তরাজ্য আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার উপদেষ্ঠা আতাউর রহমান আঙ্গুর মিয়া।
সভা পরিচালা করেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সেক্রেটারি জেনারেল আব্দুল বাছির।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন তছউর আলী, আবজল হোসেন, আব্দুল আহাদ চৌধুরী,আহবাব হোসেন, আব্দুল কাদির, খালেদ আজিমউদ্দিন জামাল, আলাউদ্দিন আহমদ, নেজাম উদ্দিন নজরুল, দেলওয়ার হোসেন লেবু, আমিনুর খান, আব্দুল লতিফ নিজাম, রুহুল আমিন সেলিম, মামুনুর রশীদ খান, ইকবাল আহমদ চৌধুরী, মাহমুদুর রহমান শানুর, লতিফ আহমদ, তাজুল ইসলাম, ইয়ামীম দিদার, তমিজুর রহমান রন্জু, আনোয়ার শাহজাহান, সামসুল ইসলাম, আনফর আলী, হেলাল আহমদ, জামাল খান, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, রায়হান উদ্দিন, মোহাম্মদ শামীম আহমদ, বিলাল মোহাম্মদ ফাহিম, মারুফ আহমদ, সেবুল আহমদ, সাদেক আহমদ, সাবলু আহমদ, সালেহ আহমদ, জাহেদ আহমদ, জাকির হোসেন, শাহআলম কাসেম, নকুল চক্রবর্তী, সোহেল আহমদ, আব্দুল মান্নান, জাবেদ আহমদ, আকরাম হোসেন দারা, কামরুল ইসলাম, গুলজার হোসেন, জসিম হায়দার, জয়নুল ইসলাম, তায়্যিবা শাহজাহান।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মৌলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ। সভা শেষে মোনাজাত করেন হাফিজ মৌলানা জাকারিয়া। মজির উদ্দিন টুনু মিয়া ও রফিক আহমদের মৃত্যুতে শোক প্রকাশ এবং দোয়া করা হয়। সভায় ক্রেস্ট প্রদান করা হয় অতিথিকে।—বিজ্ঞপ্তি