পুলিশ ইন্সপেক্টর আব্দুল মোতালিব খাঁনের মৃত্যুতে শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ৪:৫০:১৪ অপরাহ্ন
রাষ্ট্রপতির পুলিশ মেডেলপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর (অব) আব্দুল মোতালিব খাঁনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশ ইন্সপেক্টর (অব) মো. আহবাব মিয়া।
এক শোকবার্তায় তিনি বলেন, সর্বজন শ্রদ্ধেয় সকলের প্রিয় ও পরিচিত মুখ, অগ্রজপ্রতিম আমার অত্যন্ত আপনজন বাংলাদেশ পুলিশের একজন বিজ্ঞ, দক্ষ ও চৌকস অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর আলহাজ্ব আব্দুল মোতালিব খাঁন (পিপিএম ) গ্রাম উত্তরভাগ নছির খানি, উপজেলা বিয়ানীবাজার জেলা সিলেট গতকাল ২৮ফেব্রুয়ারি ২০২৪ ইং বাংলাদেশ সময় রাত অনুমান ৮:৫০ মিনিটে অসুস্থজনিত কারণে সিলেটে নিজ বাসায় ইন্তকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও ব্যথিত এবং শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জ্ঞাপন করছি। তিনি একজন সুন্দর মনের ভাল মানুষ, সৎ ও ন্যায়পরায়ণ পুলিশ অফিসার ছিলেন ।
তিনি অত্যন্ত সাহসিকতা, দক্ষতা ও সুনামের সাথে জনসাধারণের সেবা করে গেছেন। ১৯৮০ সালে একই সময়ে নোয়াখালি জেলায় তাঁর সাথে চাকুরি করার সুযোগ হয়েছিল এবং অনেক স্নেহমমতা ও পুলিশি আইনকানুন এর বাস্তব প্রয়োগের ব্যাপারে পরামর্শ ও উপদেশ পেয়েছিলাম যা আমার কর্মজীবনের পাথেয়।
তাঁর ভাল কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ মেডেল(পিপিএম) সহ অনেক পুরস্কার পেয়েছেন।
আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর মাগফিরাত জন্য সকলের নিকট দোয়ার দরখাস্ত থাকলো। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুণ এবং জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারন করার তৌফিক দান করুণ-এ দোয়া করি। আমিন।—বিজ্ঞপ্তি